ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মন্ডলপাড়া মাঠে শনিবার (২১ জুন ২০২৫) বিকেলে অনুষ্ঠিত হলো এক জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ। স্থানীয় ক্রীড়া অনুরাগীদের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনাল ঘিরে এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ ফখরউদ্দিন আহমেদ বাচ্চু। তিনি বলেন, "এলাকার যুবসমাজকে সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মাঠমুখী যুবকরাই দেশকে আগামী দিনে নেতৃত্ব দেবে।
আরও পড়ুনঃ মাদক-অস্ত্রের গোপন ঘাঁটিতে পুলিশের হানা, নারীসহ দুই চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
এমন আয়োজন অব্যাহত থাকলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।" তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস দেন।
খেলা দেখতে স্থানীয় শত শত দর্শক ভিড় করেন মাঠে। চূড়ান্ত খেলায় দুই শক্তিশালী দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সমাজসেবক ও ক্রীড়া সংগঠকগণ। আয়োজকেরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিতভাবে করতে চান তারা, যাতে তরুণদের মেধা ও মননের বিকাশ ঘটে।
এ ফাইনাল খেলা শুধু একটি ক্রীড়া আয়োজন নয়, এটি ছিল এলাকার মানুষের মিলনমেলা, যেখানে ফুটবল হয়ে উঠেছিল একতা, আনন্দ ও আশার প্রতীক।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.