ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় দোকানদারকে পিস্তল দেখিয়ে চাঁদার জন্য হুমকি দেওয়ার সময় মোঃসিফাত (১৬) ও মোঃ সাদিকুল ইসলাম (১৭) নামের দুই কিশোরকে আটক করেছে স্থানীয় জনতা শুক্রবার (১৩ জুন ২০২৫) দুপুরে এই হুমকি ও আটকের ঘটনাটি ঘটে ।
ভালুকা মডেল থানা পুলিশ জানায়, উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া বাদশা টেক্সটাইল মিলের ২ নম্বর গেইট এলাকায় মোঃ মেহেদী হাসান প্রিন্সদের দোকানে এ ঘটনাটি ঘটে। তবে, পিস্তলটি আসল পিস্তল নই,এটি খেলনা পিস্তল।
আটক সিফাত ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বারবাড়ী গ্রামের সাইফুল ইসলামের ছেলে এবং সাদিকুল ইসলাম একই উপজেলার চারিপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।
আরও পড়ুনঃ লক্ষ্মীপুরে গলায় খাবার আটকে শিশুর মৃত্যু
থানা, দোকান মালিক ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, আজ শুক্রবার দুপরে ঘটনার সময় তিনজন কিশোর উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া বাদশা টেক্সটাইল মিলের ২ নম্বর গেইট এলাকায় মোঃ মেহেদী হাসান প্রিন্সদের দোকানে গিয়ে পিস্তল দেখিয়ে বিভিন্ন হুমকি দেই চাঁদার জন্য ।এই ঘটনা টের পেয়ে স্থানীয়রা সিফাত ও সাদিকুল ইসলাম নামের দুই কিশোরকে আটক করে গনধোলাই দেন। তবে, দৌড়ে পালিয়ে যায় অপর এক কিশোর।
পরে তাদের যৌথবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় দোকান মালিক মেহেদী হাসান বাদি হয়ে ভালুকা মডেল থানায় মামলা করেছেন।
দোকান মালিক মেহেদী হাসান জানান, ঘটনার সময় ওরা তিনজন তাদের দোকানে এসে অস্ত্র দেখিয়ে নানা রকম হুমকি দেয় চাঁদার টাকা জন্য এবং দোকান বন্ধ করতে বলে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ হুমায়ুন কবির জানান, এই ঘটনার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।