ভবের পাঠ
কলমে/ সাংবাদিক এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি) জাতীয় দৈনিক বাংলার সংবাদ।
রঙিন ভবের রঙ তামাশায়
জীবন সদা ডুবে রয়,
ভালো করবে কর্ম তোমার
পরপারের রেখ ভয়।
আচার-বিচার, চাল-চলনে
মনুষ্যত্ব প্রকাশ হোক,
ইহকাল আর পরকাল যেন্
বসতি হয় অতি সুখ।
আসা-যাওয়ার জীবন পথে
মাঝে নিচ্ছি ভব পাঠ,
ভালো-মন্দের দোলা-চালে
শুদ্ধ জীবন পরিপাট।
বেঠিক আমল নরকে বাস
অগ্নি দহে বিষম তাপ,
নজর রেখে পদক্ষেপ নাও
দুর্নীতি কাজ মহাপাপ।
আমল-নামা সঠিক করলে
আখেরাতে পাবে মাফ,
হাশর, মিজান, পুলসিরাতে
মরণের পর অন্য ধাপ।
এই জগতের আমল নামার
হিসাব হবে মরার পর,
আখেরে সব মুক্তির আশায়
ভালো পথেই চলা ধর।