ব্যাঙশিয়ালের গীত
আব্দুল কাদের
কুনোব্যাঙে কাঁদে হায় হায়
রাতেদিনে ভর
নদী-নালা পুকুর-ডোবায়
ভরছে জলের পর ।
মেঘের গর্জন বজ্র আভাস
সোনা ব্যাঙের দিন
বাথরুম আর গোয়ালঘরে
কুনো ব্যাঙের চিন ।
আরও পড়ুনঃ বাক স্বাধীনতার রং – হানিফ রাজা
সূর্যটা আজ মেঘের আড়ে
বৃষ্টি ঝরে ঝর
টুনটুনিটাও বৃষ্টি ভিজে
আসছে গায়ে জ্বর।
কাশফুলগুলো হেলে দুলে
বালুচরে মেলে
শিয়ালমামা বৃষ্টি এলেই
হুক্কা হুক্কা খেলে ।