মোঃকাওসার আহম্মেদ রাজ (পটুয়াখালী প্রতিনিধি )ঃ
পটুয়াখালী সদর উপজেলা নির্বাচনে আলোড়ন সৃষ্টিকারী ভাইস-চেয়ারম্যান পদের প্রার্থী মাও,মোঃকামরুল ইসলাম বাকিবিল্লা সিকদারকে ব্যাক্তিগত উদ্দেশ্য হাসিলের জন্য গ্রেপ্তার করানো হয়েছে, ইটবাড়িয়া ইউনিয়ন সহ পটুয়াখালী সদর উপজেলা সকল জনসাধারণ বলে যে মাও,বাকিবিল্লা একজন ভালো ও ধর্ম ভীরু মানুষ তার দ্বারা কোনোদিন কোনো মানুষের ক্ষতি হয়নি।
বিগত আওয়ামী লীগের সরকার থাকাকালীন সে বিভিন্ন ভাবে অত্যাচারের স্বীকার হয়েছেন,আর সেই ব্যাক্তিকে আওয়ামী লীগ সাজিয়ে গ্রেফতার করানো হয়েছে, এলাকাবাসীর দাবী মাওলানা বাকিবিল্লাকে নীর শর্ত মুক্তি দিতে হবে,বাকিবিল্লা সিকদারের স্ত্রী জানান যে তার স্বামীকে অন্যায় ভাবে গ্রেপ্তার করানো হয়েছে।
আরও পড়ুনঃ রংপুরে হিন্দুপাড়ায় হামলার ঘটনায় গ্রেফতার সেলিমের রিমান্ড শুনানী আগামীকাল
আমার স্বামীর জন্য পটুয়াখালী সদর উপজেলাবাসির কাছে দোয়া চাই আমরা যেন এই মিথ্যা হয়রানি থেকে মুক্তি পাই ও তার স্ত্রী তাজনুর বেগম বলেন আমার স্বামীর মুক্তি অবশ্যই হবে সত্যের জয় হবে,এবং মাওলানা বাকিবিল্লার খুব কাছের শুভাকাঙ্ক্ষী ছাত্রনেতা মোঃ কাওসার আহম্মেদ রাজ বলেন বাকিবিল্লা ভাই পটুয়াখালী সদর উপজেলাবাসির নিবেদিত প্রান আগুন কে কখনো ঢেকে রাখা যায়না সত্যকে কখনো দমিয়ে রাখা যায়না।
তাই মাও,বাকিবিল্লা ভাইকে মিথ্যা হয়রানি মূলক মামলায় বেশিদিন আটকিয়ে রাখা যাবেনা খুব শীগ্রই আল্লাহর রহমতে সাধারন জনগণের দোয়ায় তার মুক্তি হবে,এবং আজ যে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে তাকে গ্রেপ্তার করানো হয়েছে আর সেই আওয়ামী লীগের সময়ে সবচেয়ে বেশি নির্যাতিত ছিলো এই বাকিবিল্লা ভাই সেটা পটুয়াখালীবাসি সবাই জানে অবিলম্বে তার নীর শর্ত মুক্তি চাই।