শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনমঃ
নেত্রকোনা জেলা জজ কোর্টে আইন ছাত্র ফোরাম পরিচিতি সবা অনুষ্ঠিত হয় ময়মনসিংহে বিটিভির নতুন কুঁড়ি-২০২৫ প্রচার কৌশল সভা অনুষ্ঠিত গাবতলীতে সাংবাদিকদের সাথে জামায়াত এমপি প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময় নোয়াখালী বিএনপির আহবায়ক আলো ও সদস্য সচিব আজাদ এর বিরুদ্ধে মিছিল সেনবাগে বিএনপির বিজয় মিছিলে হামলা, যৌথ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ ৩১ দফা বিতরণ করতে রৌমারীতে রাজিবপুর উপজেলার বি এন পির আহ্বায়ক অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান বদলগাছীতে সরকারি রাস্তার প্রবেশ মুখে বাঁশের বেড়া, চরম ভোগান্তিতে এলাকাবাসী মনের আশা পূরণ করি- এম এ রউফ ২১ হাজার টাকার ফেনসিডিল ও মোটর সাইকেলসহ আটক ১ বদলগাছী বিনিময় সম্পত্তি জবরদখলের হুমকি অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ! চাঁপাইনবাবগঞ্জে গোলাম জাকারিয়ার গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ নাসিরনগরে ব্রীজ নয়,যেন মরণ ফাঁদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপ ফি বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহ কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের উদোগে ঈদে মিলাদুন নবী উদযাপন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সকল প্রার্থীদের তালিকা  এনওয়াইপিডির ডেপুটি ইন্সপেক্টর পদোন্নতিতে কারাম চৌধুরীকে সংবর্ধনা জানিয়েছে “জীবন” গোমস্তাপুরে ফেক আইডি ও তার অনুসারীর বিরুদ্ধে অভিযোগ করায় সাংবাদিকের নামে মিথ্যা এজাহার মনিরুলের শাস্তির দাবি সাংবাদিক সমাজের একজন দায়িত্বশীল ব্যক্তির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কর্তব্যনিষ্ঠা, জ্ঞান ও দক্ষতা থাকা, আল্লাহভীরুতা ও সততা বজায় রাখা, পরিশ্রমী ও কর্মঠ হওয়া, রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৫ সরকারি নির্দেশনা উপেক্ষা করে কুয়াকাটা ভ্রমণে মান্দা উপজেলা শিক্ষা কর্মকর্তা!

*বৈজ্ঞানিক ভ্রান্তি: কোয়ান্টাম ফিজিক্সের অপব্যবহার এবং মনের শক্তির সাথে ভুলভাবে সংযুক্তির ব্যাখ্যা*

ডাঃ এম, জি, মোস্তফা মুসাঃ
পাবলিশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

ডাঃ এম, জি, মোস্তফা মুসাঃ

*বৈজ্ঞানিক ভ্রান্তি: কোয়ান্টাম ফিজিক্সের অপব্যবহার এবং মনের শক্তির সাথে ভুলভাবে সংযুক্তির ব্যাখ্যা*

_Scientific Fallacy: Misuse of Quantum Physics and Its Incorrect Association with the Power of the Mind._

*মূল বক্তব্য:* Quantum Method (কোয়ান্টাম মেথড) ও তার প্রচারকগণ প্রায়ই “কোয়ান্টাম (Quantum)”, “ফ্রিকোয়েন্সি (Frequency)”, “ভাইব্রেশন (Vibration)”, “এনার্জি (Energy)”, “সাব-অ্যাটমিক পার্টিকল (Sub-atomic Particle)” ইত্যাদি শব্দ ব্যবহার করে দাবি করেন যে মানুষের চিন্তা (Thought) বা মন (Mind) একটি শক্তিশালী কমান্ড সেন্টার (Command Center), যা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে “কল্পনা (Imagine)” করলে বাস্তবতা সৃষ্টি করতে পারে। এই ব্যাখ্যাগুলো প্রায়শই কোয়ান্টাম ফিজিক্সের ভুল ব্যাখ্যা ও পার্থিব বিজ্ঞানকে অলৌকিক দুনিয়ার সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টার অংশ মাত্র।

*সমস্যাগুলো বিশ্লেষণ:*

_(ক). Context Misuse of Quantum Mechanics:_ Quantum Physics (কোয়ান্টাম ফিজিক্স) হলো এক প্রকার পদার্থবিজ্ঞানের শাখা, যা অতিক্ষুদ্র (subatomic) কণার আচরণ বোঝার জন্য ব্যবহৃত হয়। এই আচরণগুলো যেমন অনিশ্চয়তা নীতি (Heisenberg’s uncertainty principle) বা সুপারপজিশন (superposition) কেবলমাত্র পারমাণবিক বা সাব-অ্যাটমিক কণার জগতে প্রযোজ্য। মানুষের চিন্তা বা অনুভূতি, যা স্নায়বিক রাসায়নিক বিক্রিয়ার ফসল, এগুলোর সাথে কোয়ান্টাম মেকানিক্সের সরাসরি কোনো সম্পর্ক নেই।

আরও পড়ুনঃ *বিপদ-আপদ সম্পর্কে আল্লাহ তা’আলার বাণী*

_(খ). Mind is not a Quantum Field:_ মানুষের চিন্তা (Thought) বা ইচ্ছাশক্তি (Willpower)-কে কোনো “কোয়ান্টাম শক্তি” হিসেবে ব্যাখ্যা করার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। মন (Mind) একটি মানসিক প্রক্রিয়া যা নিউরনে ইলেকট্রিকাল এবং কেমিক্যাল ইন্টারঅ্যাকশনের মাধ্যমে কাজ করে। এটিকে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন বা সাব-অ্যাটমিক ফোর্স দিয়ে ব্যাখ্যা করা অসম্ভব ও অবৈজ্ঞানিক।

_(গ). Self-Creation Claims Violate Scientific Principles:_ “মন যা চায়, কল্পনা করলে তা-ই তৈরি হয়”—এমন দাবি energy conservation ও causality এর মতো মৌলিক বৈজ্ঞানিক নীতির বিরোধী। মানুষ কোনো বস্তু কেবল চিন্তার মাধ্যমে সৃষ্টি করতে পারে না।

_(ঘ). No Evidence of Thought Energy Manifestation:_ এই ধরনের তথাকথিত ‘thought energy’ বা ‘mental frequency’-এর উপস্থিতি প্রমাণ করার মতো কোনো বৈজ্ঞানিক গবেষণা নেই। বর্তমান বৈজ্ঞানিক গবেষণার কাঠামোতে এমন কিছু পর্যবেক্ষণ বা পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি, যেখানে দেখা যায় কেবল চিন্তা করার মাধ্যমে বস্তুগত পরিবর্তন ঘটানো সম্ভব।

*কোয়ান্টাম শব্দ ব্যবহারের উদ্দেশ্য:*

এখানে কোয়ান্টামের মূল উদ্দেশ্য হলো: সাধারণ মানুষের মাঝে বিজ্ঞানভিত্তিক বিশ্বাস সৃষ্টির ছদ্মবেশে মনস্তাত্ত্বিক ও ছদ্মআধ্যাত্মিক (Pseudo-spiritual) দর্শন চাপিয়ে দেয়া। কারণ Quantum (কোয়ান্টাম) শব্দটি শুনলেই মানুষ ধরে নেয় এটি আধুনিক ও বৈজ্ঞানিক, যদিও প্রকৃত অর্থে তারা যে ধারণা দিচ্ছে, তা আধুনিক পদার্থবিজ্ঞানের মৌলিক নীতির পরিপন্থী।

আরও পড়ুনঃ দেশের সার্বভৌমত্ব রক্ষায়, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দেশবাসীকে কাজ করার জন্য আহ্বান জানাই

*কেন কোয়ান্টাম মেথড বিপজ্জনক?*

(ক). বিজ্ঞান ও ধর্ম উভয়ের অপব্যবহার ঘটে। কুরআনে বহুল আলোচিত ‘রূহ, নাফস ও ক্বলব’ শব্দের ব্যবহার না করে, বরং ‘মন’ শব্দের উপর অতিরিক্ত জোর দেওয়া হয়।

(খ). আখলাক ও আক্বীদা ক্ষতিগ্রস্ত হয়, বিশেষত শিরক ও গায়েবী শক্তির বিশ্বাস ছড়িয়ে পড়ে।

(গ). মানুষ বাস্তব চিকিৎসা ও সমাধান থেকে বিমুখ হয়ে কল্পনা ও আত্মপ্রবঞ্চনায় ভুগতে থাকে।

(ঘ). ভুয়া “সাইন্টিফিক অথোরিটি” তৈরি করে সাধারণ মানুষের সাইকোলজির ওপর নেতিবাচক প্রভাব বিস্তার করা হয়।

*সঠিক ব্যাখ্যা ও বিকল্প:*

কোয়ান্টাম ফিজিক্স বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণা-নির্ভর একটি শাখা, যার প্রয়োগ হচ্ছে Nano Technology (ন্যানো-টেকনোলজি), Semiconductor (সেমিকন্ডাক্টর), MRI মেশিন, ইত্যাদিতে।

মানুষের নাফসের শক্তি উন্নয়নে ইসলামী তাযকিয়া, ধৈর্য, দু’আ, সালাত ও তাকওয়ার চর্চা প্রকৃত ও নিরাপদ পন্থা।

কল্পনাকে ‘বাস্তব’ করার চেষ্টা নয়, বরং কষ্টসহিষ্ণুতা ও আল্লাহর রহমতের ওপর ভরসাই ইসলামী ও বাস্তবিক সমাধান।

*উপসংহার:* কোয়ান্টাম (Quantum) শব্দ দিয়ে ধর্ম, আধ্যাত্মিকতা ও মনস্তত্ত্বের অস্পষ্ট সংমিশ্রণ করে যে বিশ্বাস ছড়ানো হয়, তা বিজ্ঞান, ইসলাম ও যুক্তির দৃষ্টিতে একটি গুরুতর বিভ্রান্তি। এটি সত্যিকারের জ্ঞান, চিকিৎসা ও আত্মশুদ্ধির পথে বাধা সৃষ্টি করে। তাই এর বিরুদ্ধে সচেতনতা ও স্পষ্ট দিকনির্দেশনা অপরিহার্য।

 


এই বিভাগের আরও খবর