বিদ্যুৎ চন্দ্র বর্মন, নিজস্ব প্রতিবেদক :
বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক পরিসরে এক ভার্চুয়াল দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা পরিবার ও দেশবন্ধু সংগঠনের প্রধান সংগঠক মোহাম্মদ আব্দুর রউফ-এর উদ্যোগে আজ অনুষ্ঠিত এই দোয়া মাহফিলটি জুম মিটিংয়ের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা মোহাম্মদ ফারুক আহমেদ চৌধুরী (ইউকে)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট ঈসা (ইউকে)।
এসময় আরও উপস্থিত ছিলেন—
**রিয়াজ আবূ সাঈদ (ইতালি), হেলাল উদ্দিন (কাতার), বিদ্যুৎ চন্দ্র বর্মন (বাংলাদেশ), আব্দুল কাদের জিলানী (বাংলাদেশ), আজম খান (বাংলাদেশ), হেলালউদ্দিন (সৌদি আরব), আবুল কালাম (দুবাই), আবুল হোসেন (মালদ্বীপ), ইসমাইল খান (বাংলাদেশ), মোহাম্মদ রউফ (কাতার – আয়োজক), আরব আলী (কুয়েত), তপিক মিয়া (আমেরিকা), করিম সরকার (জাপান), সামীম মোহাম্মদ (অস্ট্রেলিয়া), মোহাম্মদ হারিকূল (আমেরিকা) ও আঃ করিম (ফ্রান্স), আলহাজ্ব আবদুল্লাহ হিস শরীফ সাকি (বাংলাদেশ) সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন, তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্র, জাতীয়তাবাদ ও মানুষের অধিকার আদায়ের এক আপসহীন প্রতীক। তাঁর মৃত্যুতে দেশ ও জাতি এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে।
দোয়া ও মোনাজাতে মহান আল্লাহর কাছে মরহুমার রূহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানানো হয়।