বৃহস্পতিবার (৮ই জানুয়ারী২৬ইং)মহিষাবান ইউনিন বিএনপির আয়োজনে চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও দোয়া উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম আর ইসলাম রিপন সাধারণ সম্পাদক মহিষাবান ইউনিয়ন বিএনপি সভাপতিত্ব করেন আব্দুলাহেল বাকি সভাপতি মহিষাবান ইউনিয়ন বিএনপি সঞ্চালনা করেন জহুরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মমহিষাবান ইউনিয়ন বিএনপি ইউনিয়ন বিএনপি নেতা আবুল কালাম , আব্দুল মজিদ চেয়ারম্যান, মোতাহার হোসেন চেয়ারম্যান, মহিষাবান ইউনিয়নবিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক,৭নাংওযাড বিএনপি সভাপতি মোয়াজেম হোসেন,ও সাধারণ সম্পাদক সাজাহান,৯নাওয়াড বিএনপি সভাপতি খায়রুল ইসলাম, ৫নাংবিএনপি সভাপতি হাফিজার, যুবদলে যুগ্ন আহব্বায়ক মশিউর রহমান সুমন, থানা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি তৌমিরুল ইসলাম তৌকির, থানা সেচ্ছাসেবকদলের যুগ্ন আহব্বায়ক আরাফাত ইউনিয়ন যুবদলের আহব্বায়ক হাসানুর, সেচ্ছাসেবক দলের আহব্বায়ক আতাউর রহমান খোকন, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন আহব্বায়ক মিজানুর রহমান কনক, তাতি দলের সভাপতি আব্দুল আলীম লালু, আরিফুল,মৎস্য দলের দলের সভাপতি ফারুক, কৃষক দলের সভাপতি আলম,
ইউনিয়ন যুবদলের আক্কাস, মুসা, খোকন সেচ্ছাসেবক দলের রাসেল, আরিফ, আশিক ছাত্রদলের সাজ্জাদ পাইকার সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্থানীয় মুসল্লীগন প্রমূখ।