বৃষ্টি ফোঁটার সুরে
হালিমা সুলতানা
মেঘ বালিকা মেঘের পাখি
উড়ছে আকাশ জুড়ে।
শূন্য হৃদয় মেঘের টানে
বৃষ্টি ফোঁটায় পুড়ে।
কালো মেঘের ভেলায় চড়ে
যাবো আকাশ বাড়ি,
হাজার নদী গভীর সাগর
ভালোবাসায় পাড়ি।
আরও পড়ুনঃআহব্বায়ক গিয়াস আহমেদ ও সদস্য সচিব শাহাবুদ্দিন সাগর-ভাসানী ফাউন্ডেশনের সম্মেলন ২৭ সেপ্টেম্বর
মেঘের চাদর বিছিয়ে দেই
শান্তি সুখের আশায়,
প্রেমের টানে দু’জন মিলে
লুকিয়ে মন বাসায়।
হঠাৎ হঠাৎ গর্জে উঠে
মেঘের দৈত্য দূরে,
ঝনকঝনক বাজছে নূপুর
বৃষ্টি ফোঁটার সুরে।