শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনমঃ
চাঁপাইনবাবগঞ্জে এসডিএফ’র স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত নেত্রকোনা জেলা জজ কোর্টে আইন ছাত্র ফোরাম পরিচিতি সবা অনুষ্ঠিত হয় ময়মনসিংহে বিটিভির নতুন কুঁড়ি-২০২৫ প্রচার কৌশল সভা অনুষ্ঠিত গাবতলীতে সাংবাদিকদের সাথে জামায়াত এমপি প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময় নোয়াখালী বিএনপির আহবায়ক আলো ও সদস্য সচিব আজাদ এর বিরুদ্ধে মিছিল সেনবাগে বিএনপির বিজয় মিছিলে হামলা, যৌথ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ ৩১ দফা বিতরণ করতে রৌমারীতে রাজিবপুর উপজেলার বি এন পির আহ্বায়ক অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান বদলগাছীতে সরকারি রাস্তার প্রবেশ মুখে বাঁশের বেড়া, চরম ভোগান্তিতে এলাকাবাসী মনের আশা পূরণ করি- এম এ রউফ ২১ হাজার টাকার ফেনসিডিল ও মোটর সাইকেলসহ আটক ১ বদলগাছী বিনিময় সম্পত্তি জবরদখলের হুমকি অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ! চাঁপাইনবাবগঞ্জে গোলাম জাকারিয়ার গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ নাসিরনগরে ব্রীজ নয়,যেন মরণ ফাঁদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপ ফি বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহ কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের উদোগে ঈদে মিলাদুন নবী উদযাপন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সকল প্রার্থীদের তালিকা  এনওয়াইপিডির ডেপুটি ইন্সপেক্টর পদোন্নতিতে কারাম চৌধুরীকে সংবর্ধনা জানিয়েছে “জীবন” গোমস্তাপুরে ফেক আইডি ও তার অনুসারীর বিরুদ্ধে অভিযোগ করায় সাংবাদিকের নামে মিথ্যা এজাহার মনিরুলের শাস্তির দাবি সাংবাদিক সমাজের একজন দায়িত্বশীল ব্যক্তির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কর্তব্যনিষ্ঠা, জ্ঞান ও দক্ষতা থাকা, আল্লাহভীরুতা ও সততা বজায় রাখা, পরিশ্রমী ও কর্মঠ হওয়া, রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৫

বিশ্ব বিবেক ঘুমিয়ে আছে , অস্থির পৃথিবীতে কি হতে যাচ্ছে

রিপোর্টার নাম
পাবলিশ: বুধবার, ১৮ জুন, ২০২৫

সম্পাদকঃ

কথিত বিশ্ব শাসন ব্যাবস্থা জিম্মি হয়ে আছে। কথিত  মানবাধিকার সংস্থাগুলো তারা কোথায়।এই জাতিসংঘের মানে কি? এটি হলো বিশ্ব মানবতার নামে তামাশা ও চোষন খুরি ফাঁদ।যারা বিশ্বের শান্তি নষ্ট করে দাবার চাল দিয়ে বিভক্ত করে রাখে পৃথিবীর সমাজ ব্যাবস্থাকে।

মানবতা ও মানবাধিকার এর অস্তিত্ব এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে।যদি তা নাহয়, যুদ্ধ সৃষ্টির পূর্বে তাদের কোনো সমাধানের নিমিত্তে উদ্যোগ নেয় না।যুদ্ধ শুরু হবার পরে লক্ষ লক্ষ
মানুষের প্রাণ হত্যা ও সম্পদের ক্ষতি হওয়ার পরে  সমাধানের চেষ্টা করার মানে কি?

আন্তর্জাতিক বিষয়ক সংস্থাগুলির দায়িত্ব তাদের নিরবতায় প্রমাণ করে তাদের দারথের বাইরে দায়িত্ব পালন করে না।যদি তাই হত, রাশিয়া- ইউক্রেন, ফিলিস্তিন- ইসরাইল- ইরান সহ বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ সৃষ্টি হত না।একই সাথে আরব লীগ, ওআইসির মতো বৈশ্বিক শক্তি ধর ইসলাম নামধারী জোটের সুযোগ সন্ধানী আচরণের কারণে
মুসলিম বিশ্বের আজ এই অবস্থা।

আরও পড়ুনঃ ফটিকছড়িতে খেজুর গাছের চারা রোপণ ও পরিবেশ সংরক্ষণ ক্যাম্পিং ২০ জুন

আরব রাষ্ট্রগুলোর সরকার ও সরকার প্রধানগণ যে নগ্নভাবে নাটকীয় ভঙ্গিতে যেকোন যুদ্ধ শুরুর পর লোক দেখানো  মানবতার কথা বলে।অজস্র নিরীহ নারী ও শিশুর লাশ দেখে শুধু নীরবে তাকিয়ে রয়। কত শত শিশু মা বাবা হারিয়ে খাবার না পেয়ে নীল আকাশের নিচে মৃত্যুর কলে ঢলে পড়ে। হায়রে মানবতা।এটাই কি ইসলামের আদর্শ।

 

সন্ত্রাসী হামলাকারী হা’না’দার ই*স*রা’ইল ও ইহুদিরা একের পর মুসলিম রাষ্ট্রগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করে চলেছে।  কারণ মুসলিম কখনো এক হতে পারেনি। তারা নিজ নিজ দেশের স্বার্থে ইহুদি রাষ্ট্রের দালালি ও চাটুকারিতা করে থাকে। যার ফলে আরব মুসলিম লীগ ও আই সি থাকা সত্ত্বেও তাদের কার্যক্রমের ভুমিকা নিয়ে প্রশ্ন। কারণ তারা নিজ নিজ দেশের স্বার্থে বিভক্ত হয়ে থাকায় ইহুদী রাষ্ট্রগুলো কৌশলী প্রভাব বিস্তার করে যাচ্ছে।

এমতাবস্থায় বিশ্বের মুসলিম জনতাকে নিজেদের রক্ষায় নিজেদেরকেই পদক্ষেপ নেওয়া উচিত। সমস্ত মুসলিম দেশগুলো আল্লাহ ও নবী রাসুলের নির্দেশনা হৃদয়ে ধারন করে একত্ত্রিত হয়ে ইহুদী সন্ত্রাসবাদী শান্তিবিরধি দেশ গুলর সাথে দূরত্ব বজায় রাখা উচিত বলে মনে করি।

ইজরাইলের সন্ত্রাসী তান্ডবের ব্যপারে মুসলিম বিশ্বের নীরব ভূমিকা  বিশ্ব মুসলিম  জাতিকে ব্যাথিত করে তুলেছে।এখন শুধু বিশ্বের শান্তি ফিরিয়ে দেওয়া আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া আর কোন পথ নাই। কারণ আল্লাহই সমস্ত সৃষ্টি জগতের মালিক।

মোঃ আবুল হাসেম,

সম্পাদক ও প্রকাশক,

সভাপতি,

বাংলাদেশ সর্বজনীন দল, কেন্দ্রীয় কমিটি।


এই বিভাগের আরও খবর