নিজস্ব প্রতিবেদকঃ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ৫ জুন থেকে ২০ জুন পর্যন্ত ১৫ দিনব্যাপী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী যুগ্ম সাধারন সম্পাদক এনামুল হক এনাম এর নেতৃত্বে তারাকান্দা সরকারি কলেজে বৃক্ষরোপন করা হয়েছে।
বৃক্ষরোপন শেষে ছাত্রদল নেতা এনাম বলেন, “বিএনপি ক্ষমতায় এলে সারাদেশে দেশনায়ক জনাব তারেক রহমান ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। আগামীদিনে সবুজ শ্যামলে পরিপূর্ণ শান্তিময় বাংলাদেশ বিনির্মানে আমরা ছাত্রদল কাজ করে যাচ্ছি। বিশ্ব পরিবেশ রক্ষায় এবারও সারাদেশের ক্যাম্পাসগুলোতে বৃক্ষরোপণ চলছে।”
রাণীশংকৈলের উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ারের ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল
এসময় আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক এএইচএম জুয়েল, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল নেতা নেসার উদ্দিন রুজেন, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল নেতা আনার মন্ডল, তারাকান্দা সরকারি কলেজ ছাত্রদল নেতা হ্নদয়, নাজমুল, মিজানসহ নেতৃবৃন্দ।