নিজস্ব প্রতিনিধিঃ
বিশ্বের জ্ঞানী মানুষের তালিকায়, সেরা দুই দেশের মানুষ, এক জাপান,২ বাংলাদেশ।
কিন্তু বাংলাদেশের মানুষের মাথা কাজে লাগাতে দেয়না দেশের অপরাজ নৈতিক সরকার।
বাংলাদেশের মানুষের দৃষ্টি ভঙ্গি অন্য দিকে ঘুরিয়ে রাখে সরকার। কারণ দেশের মানুষ কে ধোঁকা দিয়ে দেশ ও জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করতে সহজ হয় তাই। এই আইনের শাসন নিশ্চিত করার ইচ্ছে সরকারের নাই। যে যখন ক্ষমতায় আসে তাদের মাথায় থাকে দুর্নীতি অনিয়মের চিন্তা।
আরও পড়ুনঃ তারাকান্দায় বাস-পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ২৫
শুধু ক্ষমতা ধরে রাখতে মানুষকে আতঙ্কে রাখা হয়। মানুষ যেন চোরের চুরি বুঝতে না পারে। মামা খাওয়ার পরে ভাগিনা আসে। জনগণের কোন মূল্য নাই। রাস্তায়,অফিস,আদালতে সর খানে এখনো দুর্নীতির শেষ নাই। এই দেশের বিচারকের চেয়ারও ঘুষ দুর্নীতি অনিয়মের সাথে জড়িত।
বিশ্বের কোনো দেশে এত দৃড় বিচার ব্যাবস্থা আছে বলে আমি মনে করি না।
ফেরেস্তা কে চেয়ারে বসানো হলে সেও শয়তান হয়ে যায়। তাই আসুন সকলে মিলে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মানে মদিনা সনদের ভিত্তিতে সংবিধান গঠন করে দেশের চলমান পরিস্থিতি থেকে দেশ কে রক্ষা করি।
জেলা উপজেলা পর্যায়ে কমিটি গঠন চলছে যোগাযোগ করুন,01884553490
জাগো বাঙালী জাগো দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এগিয়ে আসুন। দলে দলে যোগ দিন।
মোঃ আবুল হাসেম,
সভাপতি,
বাংলাদেশ সর্বজনীন দল, কেন্দ্রীয় কমিটি।