বান্দরবান জেলা প্রতিনিধিঃ
জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিজয় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৫আগস্ট-২০২৫ইং মঙ্গলবার বিকেলে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিজয় র্যালী টি বান্দরবান সদর উপজেলার সুয়ালক মাঝের পাড়া এলাকা হতে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে সুয়ালক বাজারে গিয়ে শেষ হয়।
বিজয় র্যালীউত্তোর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মাবুদ।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রিটল কান্তি বিশ্বাস এর সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সরওয়ার জামালের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আবু বক্কর,পৌর বিএনপির সাবেক সভাপতি মো: নুরুল ইসলাম,
আরও পড়ুনঃ জুলাই শহীদদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জ বিএমডিএ’র দোয়া ও বৃক্ষরোপণ
সদর উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আয়ূব মেম্বার, সদর উপজেলা বিএনপির সিনিয়র নেতা মোঃ জসিম উদ্দিন মেম্বার,বান্দরবান জেলা যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ আলী, যুব নেতা গোলাম সরওয়ার সোহাগ,আব্দুল আলিম মুন্না,
জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক মো:মোরশেদ,
জেলা যুবদলের সদস্য মো: আলী,জেলা যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো:জিয়াবুল। এছাড়াও রাজাবলী ইউনিয়ন বিএনপির নেতা মো: বাদশা মেম্বার, মো: আলমগীর,মো:মাবুব,মো: ইলিয়াছ,মো:পারভেজ উদ্দিন,মো:শামসুল আলম, মো: ফোরকান, মো:ইকবাল ‘সহ বান্দরবান জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।