বান্দরবান গোল টেবিল বৈঠকে মুহাম্মদ শাহাজাহান
মোহাম্মদ আকাশ বান্দরবান জেলা প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ শাহাজাহান বান্দরবান প্রেসক্লাবে মন্তব্যে বলেন “নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে জুলাই সনদ বাস্তবায়নে সকল বাঁধা দূর করতে হবে।” জামায়াতে ইসলামী যেনতেনভাবে ক্ষমতার পরিবর্তন চায় না। রাষ্ট্র কাঠামোতে অর্থবহ পরিবর্তন চাই। ৯অক্টোবর- ২০২৫ইং কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বান্দরবান প্রেস ক্লাব হলরুমে জেলা জামায়াত আয়োজিত বৈষম্য ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত মন্তব্য করেছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলা আমীর এস. এম. আবদুচ ছালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত গোল টেবিল বৈঠকে তিনি আরোও বলেন, নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অনুযায়ী নির্বাচন হয়ে যেতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন জনগণের চাওয়া পাওয়ার অংশ।
নির্বাচনের পূর্বে জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান হতে পারে বলে আশাকরি। তিনি পিআর পদ্ধতিসহ মৌলিক সংস্কারের ক্ষেত্রে যাতে কোনো গ্যাপ তৈরি না হয় সেদিকে নজর রাখতে হবে। জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত না করে নতুন বাংলাদেশ গড়া সম্ভব হবে না।
বান্দরবান জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আবদুল আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠিত গোল টেবিল বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক লেঃ কর্ণেল (অব) এস.এম. আইয়ুব। এছাড়াও বাংলাদেশ ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ। বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, দুনীর্তি দমন কমিশনের জেলা সভাপতি অং চ মং, মানবাধিকার নেত্রী মিসেস ডনাই প্রু নেলি, বান্দরবান জেলা আইনজীবী সমিতির সদস্য এড. শাহনেওয়াজ চৌধুরী, এড. শাহাদাত হোসাইন, শিক্ষক নেতা মাষ্টার শহিদুল হক, দৈনিক কর্ণফুলী জেলা প্রতিনিধি মিনারুল হক,দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি বৌদ্ধজ্যোতি চাকমা,দৈনিক সংগ্রাম প্রতিনিধি সাংবাদিক আবুল বশর ছিদ্দিকী, সাংবাদিক এইচ. এম.সম্রাট, বাংলা ৫২নিউজ বান্দরবান জেলা প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ আলী,সাংবাদিক নুর হোসেন,ব্যবসায়ী নেতা গিয়াস উদ্দিন মাস্টার,আবু সালেহ,পরিবহন নেতা নুরুল আলম কোম্পানি,পৌর জামায়াত নেতা ওবায়দুল হক ‘সহ আরোও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।