বান্দরবন জেলা প্রতিনিধিঃ
সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধানে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জুন শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার ২য় দিনের কার্যক্রম শেষ হয়।
অদ্য ১৮ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে ২য় দিনের কার্যক্রম শুরু হয়। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ে বাছাইকৃত প্রার্থীদের সকাল ৮.০০ টা হতে বান্দরবান পার্বত্য জেলা পুলিশ লাইনস্ মাঠে শারীরিক সক্ষমতা যাচাই Physical Endurance Test (PET) এর ১ম ইভেন্ট (২০০ মিটার দৌড়), ২য় ইভেন্ট (পুশ-আপ), ৩য় ইভেন্ট (লং জাম্প), ৪র্থ ইভেন্ট (হাই জাম্প) পরীক্ষা সম্পন্ন হয়েছে।
উক্ত নিয়োগ কার্যক্রমে পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধিগণ, চট্টগ্রাম, কক্সবাজারের প্রতিনিধিগণ, বান্দরবান সিভিল সার্জনের প্রতিনিধিগণ ও বান্দরবান পার্বত্য জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।