শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনমঃ
ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন? খুব যত্ন করে দিন, যাতে কেউ টের না পায়!

বাজেটে শ্রমিকদের রেশনিং ও আবাসনের ব্যবস্থা থাকতে হবে : এড. মাহবুবুর রহমান ইসমাইল

রিপোর্টার নাম
পাবলিশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
বাজেটে শ্রমিকদের রেশনিং ও আবাসনের ব্যবস্থা থাকতে হবে : এড. মাহবুবুর রহমান ইসমাইল

বিশেষ প্রতিনিধিঃ

বাজেটে শ্রমিকদের রেশনিক ব্যবস্থা চালু দাবিতে, ঢাকা জেলার আশুলিয়ি থানার জিরাবো  রেডিয়েন্টস গার্মেন্টসের সামনে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ফেডারেশনের উদ্যোগে এক পথসভা ও মানববন্ধন সংগঠনের আশুলিয়া শাখার সভাপতি মীর তরিকুল ইসলামের  সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

৩ জুন মঙ্গলবার বিকাল ৪ টায় এ পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল। তিনি এ সময় বলেন, বর্তমান বাজেটে শ্রমিকদের জন্য উপযুক্ত নয়। এই বাজেটে শ্রমিকদের রেশন ও আবাসনের বক্তব্য নেই। আমার দাবি এই বাজেটে শ্রমিকদের রেশন ভুক্ত করতে হবে।

তিনি আরো বলেন বিগত সরকারের দুর্নীতিবাজ শ্রম সচিব শফিকুজ্জামান ও তার স্ত্রীর  এখনো পর্যন্ত বিগত সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে। আমরা তার পদত্যাগের দাবি জানাই। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল, তিনি ও সময় বলেন , বর্তমান সরকারকে পোষাক শ্রমিকসহ দেশের খেটে খাওয়া মানুষের অধিকার নিশ্চিত করতে হবে।

বাজেটটি হতে হবে শ্রমিক বান্ধব। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক আবু সাঈদ, নদের মধ্যে বক্তব্য রাখেন আশুলিয়া আঞ্চলিক কমিটির নেতা  আখতার হোসেন, আব্দুস সাত্তার, টিপু দেওয়ান, আবু মোল্লা, মনসুর আলী প্রমূখ। সবার শেষে একটি মিছিল শিল্প এলাকা প্রদক্ষিণ করে। এ সময় নেতৃবৃন্দরা বলেন,জাতীয় বাজেট কি দেশের স্বার্থে?

যদি হয় তাহলে ৮ কোটি শ্রমিক, তারা কি দেশের নাগরিক নয়? এই হিসেবে জনসংখ্যা দিকের জন শ্রমজীবী শ্রেণি তাদের জন্য পূর্বেকার সরকারগুলের ন্যায় এ সরকারের বাজেট শ্রমিকদের জন্য সম্পূর্ণ হতাশার। ৫ই আগস্ট ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় ৬ শতাধিক শ্রমিক বুকের রক্ত দিয়েছে তারাই বাজেটে অবহেলিত।

শ্রমিকরাই দেশের অর্থনীতির চালিকা শক্তি, কিন্তু তাদেরকে বাদ দিয়ে এই বাজেট কি কাজে আসবে তা বোধগম্য নয়। ১৯৭২ সাল থেকে বাজেট আকার বেড়েছে হাজার গুণের বেশি, কিন্তু সাধারণ মানুষের আয় ও জীবনমানের উন্নয়ন মেলেনি। ভূমিহীন মানুষের সংখ্যা আজ বিপজ্জনক হারে বাড়ছে, বৈষম্য গরীব ও শ্রমজীবী মানুষের ওপর ভারসাম্যহীন চাপ সৃষ্টি করছে।

দেশের অর্থনৈতিক অগ্রগতির স্বপ্ন পূরণে শ্রমিকদের অবদান গুরুত্বপূর্ণ হলেও তাদের সুবিধা-সুবিধা ও সুরক্ষা নিশ্চিত করা হয়নি। বিশেষত, শ্রমিকদের জীবনযাত্রা সহজ করার জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবির প্রতি দীর্ঘদিন অবহেলা চলতে থাকায় হাজার হাজার শ্রমিক আজও খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। আগের সরকারের মতো বর্তমান সরকারও শ্রমিকদের মৌলিক চাহিদা পূরণে পদক্ষেপ নেনি, যা উদ্বেগজনক। আমরা সরকারকে অনুরোধ জানাই, ভবিষ্যত বাজেটে শ্রমজীবী মানুষের জন্য আলাদা বরাদ্দসহ কার্যকর রেশনিং ব্যবস্থার নিশ্চয়তা দিতে।

ন্যায়বিচার ও সামাজিক নিরাপত্তার পথে এগিয়ে গিয়ে শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করাই দেশের সুষ্ঠু উন্নয়নের প্রাথমিক শর্ত। শ্রমজীবীদের অবদানকে সঠিক স্বীকৃতি না দিলে জাতীয় উন্নয়নের স্বপ্ন বাস্তবায়ন কঠিন হবে। তাই আমাদের দাবি, আগামী বাজেটে শ্রমিকদের রেশনিং এবং কল্যাণমূলক বরাদ্দ অন্তর্ভুক্ত করা হোক তৎপর ও কার্যকরীভাবে।


এই বিভাগের আরও খবর