বিশেষ প্রতিনিধিঃ
বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য মেনে পালকি ঘোড়া মহিষের গাড়িতে করে তরুনের বিয়ে হয়েছে। ঘটনাটি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার থারক তলা গ্রামে।
আনিসুজ্জামান শুভ আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে , দেশীয় সংস্কৃতি পুরনো ঐতিহ্য মেনে রিপাকে বউ বানিয়ে বাড়িতে নিয়ে আসবেন।
তাই তিনি পালকি আর ১২টি ঘোড়া , গরু-মহিষের গাড়ীর বরযাত্রী নিয়ে বিয়ে করে আলোচনায় এসেছেন।
হরিপুর উপজেলার খাকড়তলা গ্রামের আনিসুজ্জামান শুভ তার নাম। যাদুরানীর শাহাবুদ্দিনের মেয়ে রিপাকে পালকিতে বিয়ে করেছেন তিনি।
স্থানীয় সবাই ইহাতে সাধুবাদ জানিয়েছেন। নববধূ রিপা ও এভাবে কনে সেজে বিয়ে করে আনিসুজ্জামানের বাড়িতে আস্তে পেরে আননন্দিত।