শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনমঃ
চাঁপাইনবাবগঞ্জে এসডিএফ’র স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত নেত্রকোনা জেলা জজ কোর্টে আইন ছাত্র ফোরাম পরিচিতি সবা অনুষ্ঠিত হয় ময়মনসিংহে বিটিভির নতুন কুঁড়ি-২০২৫ প্রচার কৌশল সভা অনুষ্ঠিত গাবতলীতে সাংবাদিকদের সাথে জামায়াত এমপি প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময় নোয়াখালী বিএনপির আহবায়ক আলো ও সদস্য সচিব আজাদ এর বিরুদ্ধে মিছিল সেনবাগে বিএনপির বিজয় মিছিলে হামলা, যৌথ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ ৩১ দফা বিতরণ করতে রৌমারীতে রাজিবপুর উপজেলার বি এন পির আহ্বায়ক অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান বদলগাছীতে সরকারি রাস্তার প্রবেশ মুখে বাঁশের বেড়া, চরম ভোগান্তিতে এলাকাবাসী মনের আশা পূরণ করি- এম এ রউফ ২১ হাজার টাকার ফেনসিডিল ও মোটর সাইকেলসহ আটক ১ বদলগাছী বিনিময় সম্পত্তি জবরদখলের হুমকি অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ! চাঁপাইনবাবগঞ্জে গোলাম জাকারিয়ার গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ নাসিরনগরে ব্রীজ নয়,যেন মরণ ফাঁদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপ ফি বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহ কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের উদোগে ঈদে মিলাদুন নবী উদযাপন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সকল প্রার্থীদের তালিকা  এনওয়াইপিডির ডেপুটি ইন্সপেক্টর পদোন্নতিতে কারাম চৌধুরীকে সংবর্ধনা জানিয়েছে “জীবন” গোমস্তাপুরে ফেক আইডি ও তার অনুসারীর বিরুদ্ধে অভিযোগ করায় সাংবাদিকের নামে মিথ্যা এজাহার মনিরুলের শাস্তির দাবি সাংবাদিক সমাজের একজন দায়িত্বশীল ব্যক্তির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কর্তব্যনিষ্ঠা, জ্ঞান ও দক্ষতা থাকা, আল্লাহভীরুতা ও সততা বজায় রাখা, পরিশ্রমী ও কর্মঠ হওয়া, রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৫

বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনে বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতার কার্যক্রমের শুভ উদ্বোধন

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
পাবলিশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

মূল্যবোধ কেবল সামাজিক নীতি নয়, বরং শান্তির ভিত্তি। ব্যক্তি ও সমাজে স্থায়ী শান্তি আনতে হলে নৈতিক শিক্ষা অপরিহার্য। শান্তি অর্জনের পথ হিসেবে নৈতিক মূল্যবোধের শিক্ষাকে কেন্দ্র করে “শান্তির জন্য মূল্যবোধের শিক্ষা” বইটিতে বিশ্বব্যাপী সহিংসতা, বিভাজন ও সামাজিক দুরবস্থার প্রেক্ষাপটে একটি মানবিক, নৈতিক এবং শিক্ষা-ভিত্তিক সমাধান হিসেবে তুলে ধরা হয়েছে।

পটিয়া উপজেলাধীন তেকোটা – মুকুটনাইটস্থ বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনে গত শনিবার (১৯জুলাই,২০২৫ইং) বিকেলে ব্যাপক উৎসব মুখর পরিবেশে ওয়ার্ল্ড পিস এথিক্স ক্লাবের সৌজন্যে অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ ও বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের সহায়তায় বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতা বাংলাদেশের কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়।

আরও পড়ুনঃ *দল ও নেতৃত্বের আনুগত্য ও অনুসরণের ইসলামী মানদণ্ড:*

এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড এ্যলায়েন্স অব বুড্ডিস্ট- এর ভাইস প্রেসিডেন্ট ড. সবুজ বড়ুয়া শুভ।
বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের দুই’বারের প্রাক্তন মহাসচিব সরিৎ চৌধুরীর সঞ্চালনায় স্বাগত ভাষণ প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের মহাসচিব সংগীত শিল্পী অনুপম বড়ুয়া।

অনুষ্ঠানে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের পরিচালক বিশ্বমিত্র মহাস্থবির। শুভেচ্ছা বক্তব্য রাখেন মৃণাল কান্তি বড়ুয়া, বিশ্বশান্তি নীতি প্রতিযোগীতার সমন্বয়ক যথাক্রমে প্রদীপ বড়ুয়া, সবুজ বড়ুয়া পিলু, শিক্ষক জুয়েল বড়ুয়া, আকাশ বড়ুয়া ও সঞ্জয় বড়ুয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের অধ্যক্ষ ভদন্ত শীলপ্রিয় মহাস্থবির, আবাসিক ভিক্ষু যথাক্রমে ভদন্ত আলোক মিত্র স্থবির ও ভদন্ত বুদ্ধানন্দ ভিক্ষু, বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের সাবেক চেয়ারম্যান শ্যামল কান্তি বড়ুয়া (অবঃ পুলিশ পরিদর্শক), সুজিত বড়ুয়া ঝন্টু, বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের প্রাক্তন যুগ্ম মহাসচিব অশোক বড়ুয়া বাবু, বিশ্বশান্তি নীতি প্রতিযোগীতার সমন্বয়ক মিসেস স্বাথী বড়ুয়া, মিলন বড়ুয়া বট, আশীষ বড়ুয়া, অরূপম বড়ুয়া প্রমুখ।

আরও পড়ুনঃ ভূল যদি হয় আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন

বক্তারা বলেন, প্রচলিত শিক্ষা ব্যবস্থা জ্ঞান কেন্দ্রিক হলেও, নৈতিক ও মানবিক শিক্ষা উপেক্ষিত। শিক্ষা যদি করুণা, সহানুভূতি, সহনশীলতা শেখায়, তবে সমাজে সংঘাত হ্রাস পায়। মৈত্রী, করুণা, অহিংসা ও মধ্যমপন্থা -এই মূল্যবোধগুলো বিশ্ব শান্তির জন্য কার্যকর।

স্কুল, পরিবার ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে মূল্যবোধভিত্তিক শিক্ষার সংযুক্তি এবং শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই সহানুভূতি, দয়া ও সহনশীলতা গড়ে তোলা জরুরি। সভাশেষে “শান্তির জন্য মূল্যবোধের শিক্ষা” বইটি এবং অনুশীলনের জন্য একটি দিনলিপি উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর