শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনমঃ
নেত্রকোনা জেলা জজ কোর্টে আইন ছাত্র ফোরাম পরিচিতি সবা অনুষ্ঠিত হয় ময়মনসিংহে বিটিভির নতুন কুঁড়ি-২০২৫ প্রচার কৌশল সভা অনুষ্ঠিত গাবতলীতে সাংবাদিকদের সাথে জামায়াত এমপি প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময় নোয়াখালী বিএনপির আহবায়ক আলো ও সদস্য সচিব আজাদ এর বিরুদ্ধে মিছিল সেনবাগে বিএনপির বিজয় মিছিলে হামলা, যৌথ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ ৩১ দফা বিতরণ করতে রৌমারীতে রাজিবপুর উপজেলার বি এন পির আহ্বায়ক অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান বদলগাছীতে সরকারি রাস্তার প্রবেশ মুখে বাঁশের বেড়া, চরম ভোগান্তিতে এলাকাবাসী মনের আশা পূরণ করি- এম এ রউফ ২১ হাজার টাকার ফেনসিডিল ও মোটর সাইকেলসহ আটক ১ বদলগাছী বিনিময় সম্পত্তি জবরদখলের হুমকি অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ! চাঁপাইনবাবগঞ্জে গোলাম জাকারিয়ার গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ নাসিরনগরে ব্রীজ নয়,যেন মরণ ফাঁদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপ ফি বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহ কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের উদোগে ঈদে মিলাদুন নবী উদযাপন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সকল প্রার্থীদের তালিকা  এনওয়াইপিডির ডেপুটি ইন্সপেক্টর পদোন্নতিতে কারাম চৌধুরীকে সংবর্ধনা জানিয়েছে “জীবন” গোমস্তাপুরে ফেক আইডি ও তার অনুসারীর বিরুদ্ধে অভিযোগ করায় সাংবাদিকের নামে মিথ্যা এজাহার মনিরুলের শাস্তির দাবি সাংবাদিক সমাজের একজন দায়িত্বশীল ব্যক্তির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কর্তব্যনিষ্ঠা, জ্ঞান ও দক্ষতা থাকা, আল্লাহভীরুতা ও সততা বজায় রাখা, পরিশ্রমী ও কর্মঠ হওয়া, রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৫ সরকারি নির্দেশনা উপেক্ষা করে কুয়াকাটা ভ্রমণে মান্দা উপজেলা শিক্ষা কর্মকর্তা!

বাংলাদেশ কাঁপিয়ে নিউইয়র্কে তান্ডব

রিপোর্টার নাম
পাবলিশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫
বাংলাদেশ কাঁপিয়ে নিউইয়র্কে তান্ডব

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

বাংলাদেশের ‘মেগাস্টার’ খ্যাত জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের সাড়াজাগানো বাংলা ছবি ‘তান্ডব’ যুক্তরাষ্টে্রর বিভিন্ন মুভি থিয়েটারে মুক্তি পেল ১৩ জুন (শুক্রবার)।

ছবিটির মুক্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন উত্তর আমেরিকায় ছবিটির পরিবেশক বায়োস্কোপ ফিল্মসের সিএফও নওশাবা রুবনা রশীদ। উল্লেখ্য, ‘তান্ডব’ উত্তর আমেরিকায় বায়োস্কোপ ফিল্মসের ৫০তম পরিবেশনা।

বাংলাদেশ কাঁপিয়ে নিউইয়র্কে তান্ডব

এজন্য সংবাদ সম্মেলনে কেক কাটা হয়। জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টের পার্টি হলে ১১ জুন বুধবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে নওশাবা রুবনা রশীদ তার বক্তব্যের শুরুতেই শুভেচ্ছা জানিয়ে বলেন, বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ শারীরিকভাবে অসুস্থ, তার জন্য সবার দোয়া চাই। খবর বাপসনিউজ ’র।

সংবাদ সম্মেলনে নওশাবা রুবনা রশীদ বলেন, বায়োস্কোপ ফিল্মস ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে প্রথম বাংলা ছবি প্রদর্শন করে। তবে সেই সময় আর এখনকার সময় এক নয়, পরিস্থিতি অনেক বদলে গেছে। তিনি বলেন, সামার বা গ্রীষ্মকালে আমেরিকায় বিশেষ করে নিউইয়র্কে বাংলা ছবি চালানোর জন্য সিনেমা হল বা থিয়েটার পাওয়া বেশ কঠিন।

কারণ জুন থেকে আগস্ট এই সময় হলিউডের বিশাল বাজেটের ছবি সহ ডিজনির জনপ্রিয় ছবিগুলো মুক্তি পায়। এছাড়া ভারতের হিন্দি, তামিল, মারাঠি সহ সারা বিশ্বের বিভিন্ন ভাষার নামকরা ছবিগুলো একই সাথে মুক্তি পায়। তাই এই সময় বাংলা সিনেমার জন্য হল পাওয়া সত্যিই দুরূহ ব্যাপার। তারপরও কঠিন প্রতিযোগিতার মধ্যেও ১৩ জুন শুক্রবার যুক্তরাষ্ট্রের ২০টি সিনেমা হলে ‘তান্ডব’ মুক্তি পাবে।

পরের সপ্তাহ থেকে নতুন করে আরো ২০টি সিনেমা হল যুক্ত হলে ‘তান্ডব’ সিনেমার প্রদর্শনী বাড়বে। তিনি বলেন, ‘তান্ডব’ সিনেমাটি আগামী ৪/৫ সপ্তাহ পর্যন্ত দর্শকদের হলে ধরে রাখবে বলে আমরা আশাবাদী। এরপর দর্শকদের চাহিদা বৃদ্ধি পেলে প্রদর্শনী অব্যাহত রাখা হবে। তিনি বলেন, তান্ডব ছবিটি পর্যায়ক্রমে ইউরোপ, আমেরিকা ও কানাডার অর্ধ শতাধিক সিনেমা হলে মুক্তি পাবে।

সংবাদ সম্মেলনের শুরুতেই ‘তান্ডব’ সিনেমার প্রমো দেখানো হয়। এরপর বায়োস্কোপ ফিল্মসের ৫০তম ছবি মুক্তি উপলক্ষে কেক কাটা হয়। পরবতীর্তে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্টরা। এসময় সাংবাদিক, শিল্পী ও সঙ্গীত পরিচালক এবং বায়োস্কোপ ফিল্মসের ডিজিটাল কনসালটিং পার্টনার ‘কোলাহল’—এর কর্ণধার তানভির তারেক সহ ফারজানা, নির্মাতা—কোরিওগ্রাফার পিয়াল হোসেন, ‘লাক্স সুন্দরী’ অভিনেতা—মডেল মিলা হোসেন, ইউটিউবার এফএ ফারহানা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন পরিচালনা করেন সাংবাদিক শামীম আল আমীন।

আরও পড়ুনঃ বর্ষণমুখর দিনে উৎসবমুখর পরিবেশে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন অনুষ্ঠিত

এক প্রশ্নের উত্তরে নওশাবা রুবনা রশীদ বলেন, শাকিব খানের ছবি মানেই বড় বাজেটের ছবি। সেক্ষেত্রে আমাদেরকেও সবসময়ই একটু বড় পরিসরেই ভাবতে হয়। এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না। ঈদ উপলক্ষে এটি এবারের ঈদের সবচেয়ে বড় বাজেট ও তারকাবহুল সিনেমা। ছবিটির মূল চরিত্রে রয়েছেন শাকিব খান। তার সাথে দেখা যাবে আফজাল হোসেন, জয়া আহসান, সাবিলা নূর, শহীদুজ্জামান, ফজলুর রহমান বাবু, সুমন আনোয়ার, সিয়াম আহমেদসহ একাধিক তারকা।

সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে শাকিব খানের অধিকাংশ ছবি বলিউডের ছবির সাথে মিল থাকা না থাকা, বিদেশী নয় দেশীয় নিজস্ব গল্প—কাহিনীর ছবির অভাব, বাংলা ছবির নায়ক—নায়িকার পোষাকও নকল, যুক্তরাষ্ট্রে ছবি পরিবেশনের ক্ষেত্রে বায়োস্কোপ ফিল্মসের নীতিমালা কী, বাংলাদেশী—আমেরিকান নতুন প্রজন্ম সহ আমেরিকান দর্শকদের কিভাবে বাংলা ছবির প্রতি আকৃষ্ট করা যায়, যুক্তরাষ্ট্রে বাংলা ছবির বাজার/চাহিদা কেমন, যুক্তরাষ্ট্রে বাংলা ছবি পরিবেশনের ক্ষেত্রে বাংলাদেশ সরকার থেকে কোন আর্থিক সুবিধা পাওয়া যায় কিনা বা সরকারের কোন চাপ থাকে কিনা? প্রভৃতি বিষয় স্থান পায়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নিউইয়র্কের কিউ গার্ডেন সিনেমাস ও শোকেস ফার্মিংডেল এবং লস এঞ্জেলেসের লেমলি নর্থ হলিউডসহ ভার্জিনিয়া, বস্টন, সান ফ্রান্সিসকো, শিকাগো এবং ডালাসের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

উল্লেখ্য, রায়হান রাফির গল্প ও তার পরিচালনায় ‘তান্ডব’ ছবিটি এবারের ঈদুল আজহায় বাংলাদেশে মুক্তি পেয়ে আলোড়ন সৃষ্টি করেছে। একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনাকে কেন্দ্র করে এগিয়ে যাওয়া গল্প নিয়ে তৈরি হয়েছে তান্ডব। ছবিটিতে শাকিব খান নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন। যৌথভাবে ছবিটির চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান ও রায়হান রাফি। আর প্রযোজনা করছে আলফা আই ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।


এই বিভাগের আরও খবর