বর্ষা
ডা কাজী আনোয়ার বাঘাবারো
গগন গর্জে গরমে মেঘের গেঁড়ু
তিমির তেমনি তীব্র তটে ও তরু।
মানুষ ও মেষ মর্মে মর্মে মেঘের ভয়ে
ঘরে ঘুরে ঘাবড়ে ঘোরতর ধায়ে।
বর্ষার বর্ষনে বনেবাদাড়ে বৃষ্টি ঝরঝর
পবনে পরশে পাতারা পরপর মর্মর।
বিলে ঝিলে পুকুরে ব্যাঙের ঝাঁক
ভোকাল চোয়াল ফুলিয়ে দেয় ডাক।
আরও পড়ুনঃ জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) বানারীপাড়া উপজেলা আহ্বায়ক কমিটি গঠিত, আহ্বায়ক সাব্বির সদস্য সচিব মফিজুল
রিমঝিম রসদে রবি ঢাকে মেঘেতে
বজ্র বিষাদে বিদ্যুৎ চমকায় আলোতে।
পাখপাখালি পাখনা পাকিয়া লুকায় গাছে
ছাতা ছাপিয়া মানুষেরা বাজার ছাড়িছে।
কদম, কেয়া, কামিনী রুপসী কাশফুলে
হেলিল হাওয়াতে হারালো মন নদীর কূলে।
বকুল, বেলি বাংলায় ছড়ালো রুপেরি ঝলক
শাপলা সাজিল সাদা লালে কি অপলক।
মাঠে মেঠোপথে মেলিল কাদা জলে
নদীতে নৌকা নদে উড়ে গাঙচিলে।
সাপ শামুক সাঁতার কাটে পুকুর ঝিলে
কৃষক কৃষাণী বর্ষায় ভিজে কাজে চলে।
( আদি অনুপ্রাস ছন্দ)