বরিশাল প্রতিনিধিঃ
শুক্রবার ২০ জুন ২০২৫ মেহেন্দিগঞ্জের ব্যবসায়ী ও পেশাজীবী সমাজের ভাবনা, প্রত্যাশা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে এক মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ কবির হোসেন শ্রমিক দল নেতা।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী, সমাজকর্মী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা এ্যাডভোকেট এম হেলাল উদ্দিন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ব্যবসায়ী ও পেশাজীবীদের উন্নয়ন ছাড়া কোনো সমাজ কাঠামো টেকসই হতে পারে না। রাষ্ট্র ব্যবস্থায় তাদের ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এতো সুন্দর একটা আয়োজন করার জন্য।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমি আইনের একজন কর্মকর্তা হয়ে চেষ্টা করে যাচ্ছি আপনাদের জন্য কিছু করার, নদী বেষ্টিত হিজলা, মেহেন্দিগঞ্জ নদী ভাঙ্গন রোধে চেষ্টা করে যাচ্ছি নদীর পাড়ের মানুষের কষ্ট নিজে চোখে দেখেছি।
আমি নদীর বাঁকে বাঁকে ঘুরে মানুষের সাথে তাদের কষ্টের কথা শুনেছি। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মাননীয় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মহোদয় নদী ভাঙ্গন রোধে আমার আবেদন গ্রহণ করে দ্রুত কাজ বাস্তবায়নের জন্য আস্বস্ত করেছেন। আপনারা সবাই মেহেন্দিগঞ্জ হিজলার মানুষ যে কোন প্রয়োজনে আমাকে বলবেন আমি সাধ্যমত আপনাদের জন্য চেষ্টা করে যাবো।
আরও পড়ুনঃ মুন্সীগঞ্জে হত্যাসহ কয়েকটি মামলার আসামি শাহাদাত গ্রেফতার
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—জনাব কালাম ফয়েজী, প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও কলামিস্ট জনাব সৈয়দ মোজাম্মেল হোসেন শাহিন, সভাপতি, মুক্তিযুদ্ধের প্রজন্ম দল এ্যাড. মাহামুদউল্লাহ জুয়েল, বিএনপি নেতা ও যুগ্ম সাধারণ সম্পাদক, আইনজীবী ফোরাম, কেন্দ্রীয় কমিটি ডাঃ মামুন হাসিব ভূঁইয়া, সহ-সভাপতি,
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল বক্তারা বলেন, ফতুল্লা অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, পেশাজীবী সমাজ এবং তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ রেখে একটি স্বচ্ছ, জনমুখী নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে এই ধরনের সভার গুরুত্ব অপরিসীম।
সভায় উপস্থিত বক্তাগণ পেশাজীবীদের অধিকার, ব্যবসার প্রতিবন্ধকতা, এলাকার উন্নয়ন পরিকল্পনা এবং রাজনৈতিক ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে খোলামেলা আলোচনা করেন।
এটি শুধু একটি সাধারণ সভা নয়, বরং একটি ঐক্যবদ্ধ আগামীর ঘোষণা—যেখানে ব্যবসায়ী ও পেশাজীবীরা দেশের গঠনমূলক রাজনীতিতে আরও সক্রিয় ভূমিকা রাখবেন।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.