গত কয়েকদিনে সিলিন্ডার গ্যাসের সংকট ও মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে আজ শাজাহানপুর ও সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের গ্যাস বিক্রয়কেন্দ্রে ভোক্তা অধিকারের অভিযান পরিচালিত হয়। এসময় সকল প্রতিষ্ঠানের সিলিন্ডার গ্যাসের ক্রয়-বিক্রয়ের পাকা রশিদসহ সরকার নির্ধারিত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রয় হচ্ছে কিনা তা তদারকি করা হয়।তদারকি কালে শাজাহানপুর উপজেলার আবির আরাফাত স্টোরের সত্ত্বাধিকারী মোহাম্মদ আশরাফুলকে ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করার অপরাধে ( পাঁচ হাজার টাকা) ও শহরের তিনমাথা এলাকার বগুড়া সিলিন্ডার এক্সচেঞ্জ পয়েন্টের সত্ত্বাধিকারী মোঃ রফিকুল ইসলামকে ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করা এবং সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্য সিলিন্ডার গ্যাস বিক্রয় করার অপরাধে হাজার টাকা টাকা জরিমানা আরোপ করা হয়। তদারকিকালে সকল ব্যবসা প্রতিষ্ঠানকে সরকার নির্ধারিত সকল আইন মেনে চলার নির্দেশ দেয়া হয়। এ সময় ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া এবং জেলা পুলিশের একটি টিম অভিযানে সার্বিক সহযোগিতা করেন।