আরাফাত রহমান,স্টাফ রিপোর্টার বগুড়াঃ
বগুড়ার শিবগঞ্জ থানায় অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য আইনে ও একাধিক ধারায় দায়েরকৃত মামলার আসামি এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
২৯ জুন রাতে শিবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে রায়নগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলমকে (৪১) গ্রেফতার করে। তিনি মহাস্থানগড় দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা এবং মোজাম্মেল হকের পুত্র।
আরও পড়ুনঃ আদিবাসী স্বীকৃতি ও আইন সংশোধনের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন পিসিএনপির
তার বিরুদ্ধে মামলা নম্বর-২৭, তারিখ ৩১/০৮/২০২৪, ধারা ১০৯/১১৪/৩২৩/৩০৭/৩৪ দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৫/৬ ধারায় অভিযোগ রয়েছে।
আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।