সুজিত মজুমদার ক্রাইম রিপোর্টার, বগুড়া জেলাঃ
বগুড়া ধনুটে খাস জমি জবর দখলেরচেষ্টা ডিসি অফিসে লিখিত অভিযোগে বলা হয়েছে খাস খতিয়ানভুক্ত জলাশয়ের জায়গা অবৈধভাবে বিল্ডিং তুলিয়া জবর দখলের চেষ্টার ঘটনায় ধনুট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ৯-৪-২৫ইংএকটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার নিমগাছি ইউনিয়নের নাংলু গ্রামের মৃত জয়নাল আবেদীন প্রাঃ ছেলে মোঃ শিহাব।
নিমগাছি মৌজায় খাস জমি পড়িয়েছিল কিন্তু ১৫-৬-২৫ইং সকাল বেলা একই গ্রামের যুবলীগ নেতা ইবনে সাউদ পিতাঃমোঃ আমজাদ হোসেন সহ কতিপয় ব্যক্তি অবৈধভাবে ওই খাস জমিতে বিল্ডিং তুলে দখলের চেষ্টা করে বিভিন্ন ভাবে ভয় দেখা ওই জমির জোর পূর্বক জবর দখলের অপচেষ্টা চালায় ।
আরও পড়ুনঃ শিবপুরের সৃষ্টিঘর বাজারে ফল ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসার ব্যবসায়ী কামাল গ্রেফতার
যুবলীগ নেতা ইবনে সাউদ বলে আমরা ওই জমি দখল করব পারলে তোরা ঠেকাস এ সময় গ্রামবাসী বাধা দিলে তাদের কে বিভিন্ন ভয়-ভীতি দেখাইয়া চলে যায়।
এবং আরো বলে ধনুট নির্বাহী ও বগুড়া ডিসি অফিসে আমার নামে অভিযোগ দিয়ে কোন লাভ হবে না।
এ বিষয়ে ধনুট নির্বাহী অফিসারের কাছে ফোন দিলে মাহাদয় বলেন এই ধরনের একটি অভিযোগ পাওয়া গেছে আইনগত ব্যবস্থা নেয়া হবে।