মোজাফফর রহমান বগুড়া জেলা সিনিযার রিপোর্টঃ
ঘটনাটি ঘটেছে বগুড়া গাবতলী থানাধীন মহিষাবান ইউনিয়নের পশ্চিম মহিষাবান মধ্যপাড়া গ্রাম। প্রতিবন্ধী ছেলেটির নাম মোঃআবিদ হাসান বাবার নাম আব্দুস সালাম সে বহুবার অনুরোধ করেছেন প্রতিবেশীর কাছে যে আমার প্রতিবন্ধী সন্তান হুইলচেয়ার ছাড়া চলাচল করতে পারে না।
তাকে হুইলচেয়ারে বহন করে নিয়ে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রাস্তার প্রয়োজন কিন্তু হাজারো অনুরোধ করার পরেও যখন প্রতিবেশী সাড়া না দেয় তখন বাধ্য হয়ে প্রতিবন্ধী ছেলের বাবা গাবতলী থানা ইউ এন ও মহিষাবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
উক্ত লিখিত অভিযোগে তার আকুল আবেদন ছেলেকে নিয়ে বাড়িতে প্রবেশ করার সরু রাস্তাটি একটু প্রশস্ত করে দিলে সে সহজেই তার প্রতিবন্ধী সন্তানকে নিয়ে বাড়িতে প্রবেশ করতে পারবে।