মোজাফফর রহমান সিনিয়র রিপোর্টার বগুড়াঃ
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জের দিক-নির্দেশনায় থানার একাধিক চৌকস পুলিশ টিম বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার ২২ আগস্ট ২০২৫ইংদিবাগত রাতে পরিচালিত এ অভিযানে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপহরণ, ধর্ষণ, সাজাপ্রাপ্ত আসামি, গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামি এবং নিয়মিত মামলার মোট ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের অদ্য ইংরেজি ২২ আগস্ট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানার সূত্রে জানা গেছে।
আরও পড়ুনঃ কামরাঙ্গীরচরে মানবতার দেয়াল: ১৭ বছরের অনন্য মানবিক উদ্যোগ
অফিসার ইনচার্জ গাবতলী মডেল থানা জানান, আইনশৃঙ্খলা রক্ষায় কেউ আইনের ঊর্ধ্বে নয়। অপরাধ দমনে পুলিশ সর্বদা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি এলাকাবাসীর উদ্দেশে বলেন, “প্রিয় গাবতলীবাসী, অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতা অপরাধমুক্ত গাবতলী গড়তে সহায়ক হবে।