মোজাফফর রহমান বগুড়াসিনিয়র রিপোর্টারঃ
“অভায়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি”এই শ্লোগানকে সামনে রেখে সোমবার (১৮ আগষ্ট) গাবতলী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম শাকিল আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমান।
সহকারী শিক্ষা অফিসার বুলবুল আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা রাশেদুল ইসলাম রাশেদ, মৎস্য চাষী মোশারফ হোসেন শাহীন প্রমূখ।
আরও পড়ুনঃ ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ ১৮ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার
শেষে শ্রেষ্ঠ মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান পূর্বে একটি বর্ণাঢ্য রেলী পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।