প্রকৃতি প্রতিশোধ নেয় না
আব্দুল কাদের
শুনেছেন কেউ,
মানুষ নিজের বুকের উপর দিয়ে হাঁটে —
একটা সময় — একটা সীমাকে অতিক্রম করে,
মানুষ নিজের বুকের উপর দিয়ে হাঁটে ।
শুনেছেন কেউ,
অচেনার পথ ধরে নতুন আলোর খোঁজ করে —
এক যুগের,এক কালের সন্ধ্যানে হাঁটে ।
হয়তো অনেকে অবিশ্বাস করবে না,
অবিশ্বাস্য হলেও কিছু ব্যাপার সত্য তো বটে ।
আরও পড়ুনঃ আগামীর ভাবনা- শেখ মোমতাজুল করিম শিপলু
শুনেছেন কেউ,
পৃথিবী তার সীমাকে অতিক্রম করে —
কি কখনো হাঁটে ?
সৌরজগত ঘুরে, তাহলে একবার দেখে ফিরো ?
প্রকৃতি কি উল্টো হাঁটে ?
ভাবো — সময়ের সমীকরণ,
প্রবাহমান সভ্যতা কি বলে ?