শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনমঃ
বসুন্ধরা টিস্যু পেপার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডঃ  বগুড়ার গাবতলীতে বসতবাড়ি ভাঙচুর, নারী আহত – আদালতে মামলা মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে এসডিএফ’র স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত নেত্রকোনা জেলা জজ কোর্টে আইন ছাত্র ফোরাম পরিচিতি সবা অনুষ্ঠিত হয় ময়মনসিংহে বিটিভির নতুন কুঁড়ি-২০২৫ প্রচার কৌশল সভা অনুষ্ঠিত গাবতলীতে সাংবাদিকদের সাথে জামায়াত এমপি প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময় নোয়াখালী বিএনপির আহবায়ক আলো ও সদস্য সচিব আজাদ এর বিরুদ্ধে মিছিল সেনবাগে বিএনপির বিজয় মিছিলে হামলা, যৌথ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ ৩১ দফা বিতরণ করতে রৌমারীতে রাজিবপুর উপজেলার বি এন পির আহ্বায়ক অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান বদলগাছীতে সরকারি রাস্তার প্রবেশ মুখে বাঁশের বেড়া, চরম ভোগান্তিতে এলাকাবাসী মনের আশা পূরণ করি- এম এ রউফ ২১ হাজার টাকার ফেনসিডিল ও মোটর সাইকেলসহ আটক ১ বদলগাছী বিনিময় সম্পত্তি জবরদখলের হুমকি অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ! চাঁপাইনবাবগঞ্জে গোলাম জাকারিয়ার গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ নাসিরনগরে ব্রীজ নয়,যেন মরণ ফাঁদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপ ফি বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহ কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের উদোগে ঈদে মিলাদুন নবী উদযাপন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সকল প্রার্থীদের তালিকা  এনওয়াইপিডির ডেপুটি ইন্সপেক্টর পদোন্নতিতে কারাম চৌধুরীকে সংবর্ধনা জানিয়েছে “জীবন”

পিবিআই তদন্তে তারাকান্দায় সেপটিক ট্যাংকে অ’জ্ঞা’ত না’রী’র লাশের পরিচয় স’না’ক্ত, আলামত উ’দ্ধা’র ও ১জন গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ 
পাবলিশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ

য়ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন দাদরা গ্রামে পরিত্যক্ত বাড়ীর সেপটিক ট্যাংকে গত ৩জুলাই ২০২৫ইং তাং সকালে অ’জ্ঞা’ত ম’হি’লা’র গ’লি’ত মৃতদেহ পাওয়া যায়। সংবাদ পেয়ে থানা পুলিশ, র‍্যাব ও সিআইডির পাশাপাশি পিবিআই ময়মনসিংহ জেলার একটি টিম ঘটনার র’হ’স্য উদঘাটনের জন্য ছায়া ত’দ’ন্ত শুরু করে।

অ্যাডিশনাল আইজিপি, পিবিআই মোঃ মোস্তফা কামাল এর তত্ত্বাবধানে , ময়মনসিংহ জেলার পুলিশ সুপার পি আই বি মোঃ রকিবুল আক্তার এর সার্বিক সহযোগীতায় তদন্তকারী কর্মকর্তা সালাহ উদ্দিন আহমেদ, পুলিশ পরিদর্শক (নিঃ) ও তার টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় স’না’ক্তে’র মাত্র ২৪ ঘন্টার মধ্যেই হত্যাকান্ডে জ’ড়ি’ত আ’সা’মী’র পরিচয় সনাক্ত করতে সক্ষম হয় এবং গত ০৫/০৭/২০২৫ তারিখ রাত অনুমান ০৩.৩০ ঘটিকায় ফুলপুর থানাধীন ফুলপুর বেপারী পাড়া এলাকা থেকে

তদন্তে প্রাপ্ত আ’সা’মী রোহান মিয়া (২৫) পিতা-মোঃ আলাল মিয়া মাতা- সেলিনা খাতুন, সাং-দাদরা, থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহকে গ্রে’ফ’তা’র করে। আ’সা’মী’র হেফাজত থেকে তার দেখানো ও স’না”ক্ত মতে ডিসিস্টের ব্যবহৃত মোবাইল ফোন উ’দ্ধা’র করা হয়েছে এবং পিবিআই মা’ম’লা’টি স্বউদ্যোগে গ্রহণ করে।

জানা যায়, ডিসিস্টের নাম সুফিয়া খাতুন (৩৪), পিতা-কেরামত আলী, সাং-পাতিলগাঁও, থানা-ফুলপুর জেলা-ময়মনসিংহ। তিনি গত ২৯ তারিখ ছাগল বিক্রি করতে স্থানীয় তারাকান্দা বাজারে যায় এবং সন্ধ্যা থেকে তাকে খুঁ’জে পাওয়া যাচ্ছিলনা। এসংক্রান্তে তার ছোট ভাই ইলিয়াস তারাকান্দা থানায় একটি সাধারন ডায়েরী করেন।

পিবিআই এর তদন্তে প্রকাশ পায় যে, গ্রে’ফ’তা’র’কৃ’ত আ’সা’মী রোহান তার একজন বন্ধুর কাছ থেকে ভিকটিম সুফিয়ার মোবাইল নম্বরটি নিয়ে প্রেমের অভিনয় করে এবং গত ২৯জুন ২০২৫ইং তারিখে ভিকটিম সুফিয়া তারাকান্দা বাজারে ছাগল বিক্রি করতে আসলে আ’সা’মী রোহান তার সাথে দেখা করে ভিকটিম সুফিয়াকে বিভিন্ন জায়গায় নিয়ে ঘোরাঘুরি করে এবং রাত অনুমান ২১.০০ ঘটিকার দিকে আ’সা’মী’র এলাকায়

জনৈক গেসু মিয়ার পরিত্যক্ত নির্জন বাড়ীতে ভিকটিমকে নিয়ে গিয়ে আ’সা’মী রোহান ভি’ক’টি’ম সুফিয়ার সাথে শারীরিক সম্পর্কে জড়ায়। শারীরিক সম্পর্ক শেষে এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং তা ঝ’গ’ড়া’য় পর্যবসিত হয়।

আরও পড়ুনঃ চৌদ্দগ্রামে যৌথবাহিনীর অভি*যানে শ্রমিকলীগ নেতাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

ভি’ক’টি’ম সুফিয়া উ’ত্তে’জি’ত হয়ে আ’সা’মী’কে চড় মারলে আ’সা’মী ক্ষিপ্ত হয়ে ভি’ক’টি’মে’র গলায় ওড়না পেঁচিয়ে শ্বা’স’রো’ধ করে হত্যা করে এবং হন্?হত্যাকাণ্ড গোপন করতে মৃত পাশের সেপটিক ট্যাংকির ভিতরে ফেলে দেয়। আ/সা/মী রোহান ডিসিস্ট সুফিয়ার সাথে থাকা ৪,০০০/- টাকা ও মোবাইল ফোনটি নিয়ে আত্মগোপনে চলে যায়।

ময়মনসিংহ পিবিআই পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার জানান, পিবিআই এর আভিযানিক টিমের নিরলস প্রচেষ্টা ও পিবিআই হেডকোয়ার্টার্সের এলআইসি শাখার সহযোগীতায় মাত্র ০১ দিনের মধ্যেই চা’ঞ্চ’ল্য’ক’র ক্লু’লে’স এই হত্যাকাণ্ডের আসামিকে কে গ্রে’ফ’তা’র করা এবং আ’সা’মী’র হেফাজত থেকে ভি’ক’টি’মে’র ব্যবহৃত মোবাইল ফোন উ’দ্ধা’র করা সম্ভব হয়েছে।

উল্লখ্য যে, আ’সা’মী রোহান পূর্বেও এইরূপ হত্যাকাণ্ড জনিত মা’ম’লা’র সাথে জ’ড়ি”ত মর্মে তথ্য পাওয়া গিয়েছে। আ’সা’মী রোহান মিয়া (২৫) কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মা’ম’লা’র ঘটনায় গ্রে’ফ’তা’র আ’সা’মী রোহান (২৫) এর সাথে আরও কারো সম্পৃক্ততা ছিল কিনা এবিষয়ে ত’দ’ন্ত অব্যাহত আছে।


এই বিভাগের আরও খবর