আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তৃণমূল পর্যায়ে সংগঠনকে গতিশীল করার লক্ষে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
বুধবার ( ৯ জুলাই ) বিকালে উপজেলা দলীয় কার্যালয়ে পানছড়ি উপজেলা বিএনপির তৃণমূল পর্যায়ে সংগঠনকে গতিশীল করার লক্ষে ১ নং লোগাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আইনুল হোসেনের সভাপতিত্বে উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ ইদ্রিস আলী প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, আগামী নির্বাচনে স্ব স্ব ইউনিটকে একসঙ্গে কাজ করে, তরুনদের প্রথম ভোট ধানের শীষে পক্ষে আনতে সকলের সহযোগীতা কামনা করেন।
লোগাং ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ রহিমের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মো; ইব্রাহিম হোসেন, মোঃ আমান উল্লাহ , মো: চান মিয়া , সদস্য সচিব সাইদুল আলম, লোগাং ইউনিয়ন সমম্বয়ক আরফ আলী আরিফ, মোঃ আনোয়ার হোসেন রনি সহ উপজেলার তৃনমুল পর্যায়ের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।