পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নবনির্মিত সম্প্রসারিত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার শতাধিক প্রান্তিক কৃষাণ কৃষাণীর অংশগ্রহণে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ লুৎফর রহমান।
আরও পড়ুনঃ ক্ষমতা চিরস্থায়ী নয় — এটা বাংলাদেশের মানুষ কেন বোঝে না?
কৃষি সেক্টরের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে এবং কৃষি নির্ভর দেশ গঠনে উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে পরামর্শমুলক বক্তব্য দেন সিনিয়র মনিটরিং অফিসার পার্টনার প্রকল্প খামারবাড়ি ঢাকা কৃষিবিদ মোঃ মাসুদ আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজেশ প্রসাদ, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ জহির রায়হান ও অনিরুদ্ধ দাস।