মোঃকাওসার আহম্মেদ রাজ (বিশেষ প্রতিনিধি)ঃ
পটুয়াখালী পৌরসভার মুসলিম কবরস্থান দীর্ঘ দিন ধরে অপরিষ্কার ছিলো ঝোপ ঝাড়ে গেঁড়া ছিলো,বিষয়টি নজরে নেয়,পটুয়াখালী জেলা ছাত্র দলের সভাপতি মোঃ শামিম ও সাধারণ সম্পাদক জাকারিয়ার নেতৃত্বে কবরস্থান পরিস্কারে অংশ নেয়।
পটুয়াখালী জেলা সহরের ছাত্র দলের সকল ইউনিট নেতৃবৃন্দ,একেএম কলেজের ছাত্র দলের সাবেক সভাপতি আরিফ বিল্লাহ এর নেতৃত্বে একটি টিম এই মহৎকর্মে অংশ নেয়,কমলাপুর ইউনিয়ন ছাত্র দলের নেতা মঞ্জু মেলকার ও কবরস্হান পরিস্কারে অংশ নেয়, পটুয়াখালী পৌরসভার সাধারণ জনগন বলেন পটুয়াখালী জেলা ছাত্র দলকে ধন্যবাদ দিয়ে ছোটো করবোনা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি।
আরপরুনঃ নরসিংদীর রায়পুরা উপজেলার মেয়ে “কেয়া” স্বামীর হাতে ঢাকায় “খুন”
তাদের আমরা সারাজীবন মনে রাখবো,নাম প্রকাশ্যে অনিচ্ছুক ছাত্রলীগের এক নেতা বলেন পটুয়াখালী জেলা ছাত্র দল মানবতার পরিচয় দিয়েছেন, আর আমি ছাত্র লীগের নেতা হিসাবে লজ্জিত কেননা,আমাদের সিনিয়র নেতারা পকেট ভর্তির চিন্তায় থাকতো একজন আরেক জনার ক্ষতি কিভাবে করা যায়,তা নিয়ে ভাবতো আর আজ ছাত্র দল পটুয়াখালীতে এক নতুন ইতিহাস সৃষ্টি করলো।