পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে মাদ্রাসার শিক্ষক কর্তৃক সেই মাদ্রাসা পড়ুয়া এক ছাত্রকে ভয়ভীতি দেখিয়ে বালাৎকারের অভিযোগ উঠেছে। পরে সেই ঘটনা ধামচাপা দিতে রাতের আঁধারে মিমাংসার চেষ্টা করেন স্থানীয় মাতব্বররা এমন একটি ভিডিও আজ শনিবার(২১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত শিক্ষকের নাম মোঃ মাহাবুব হুসাইন অরফে মাহে আলম, তিনি বগদুলঝুলা হাজীপাড়া আমিরিয়া একরামিয়া নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর মুহতামিম।
ভুক্তভোগী ছাত্র ও তার অভিভাবক সূত্রে জানা যায়, বড়শশী ইউনিয়নের নাওতরি সুইয়ের পাড় গ্রামের ৮ বছর বছর বয়সী সেই শিশুটি পার্শ্ববর্তী বগদুলঝুলা হাজীপাড়া আমিরিয়া একরামিয়া নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এ কায়দা শ্রেণীতে পড়ার সুবাদে অন্যান্য শিশুদের সাথে সেখানেই থাকতো। একই ঘরে রাতে শিশুরা মেঝেতে আর শিক্ষক ঘরের একদিকে কালো কাপড়ের পর্দা বেষ্টিত খাটে ঘুমাতেন।
গত কোরবানী ঈদের আগে ২জুন রাতে অন্যান্য দিনের মতো শিশুরা যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলো, তখন অভিযুক্ত মাহেআলম হুজুর পাশ্ববর্তী লিচুর গাছ থেকে ছাত্রদের লিচু পেড়ে আনতে নির্দেশ দেন। এরপরে সবাই মিলে লিচু খাওয়া-দাওয়া শেষে নির্যাতনের শিকার শিশুটি কালো পর্দার ভেতর থেকে ময়লা ফেলার জন্য ঝুড়ি আনতে গেলে সেখানেই সে শিক্ষক মাহেআলমের বিকৃত যৌন লালসার শিকার হয়।
আরও পড়ুনঃ ভালুকা হবিরবাড়ি মন্ডলপাড়ায় ফুটবল ফাইনালে উচ্ছ্বাস, প্রধান অতিথি ফখরউদ্দিন আহমেদ বাচ্চু
ভয়ভীতি দেখিয়ে বালাৎকার করা হয় তাকে। বালাৎকারের পর প্রচন্ড যন্ত্রনায় যখন কাতরাচ্ছিল শিশুটি তখন তাকে ব্যাথানাশক ওষুধ খাইয়ে কাউকে ঘটনা বললে মেরে ফেলার ভয় দেখান হুজুর। এরপরের দিন ঈদ উপলক্ষে মাদ্রাসা ছেড়ে বাড়িতে যায় শিশুটি। ছুটি কাটানোর পুরোটা সময় ভয়ে সে কাউকে কিছু বলতে না পারলেও ছুটি শেষে মাদ্রাসায় ফিরে যেতে যখন চাঁপ দেওয়া হয় পরিবার থেকে তখন ভয়ে কাঁদতে থাকে সে, আপত্তি জানায় ফিরে যেতে।
এতে ক্ষিপ্ত হয়ে শিশুটির বাবা যখন শিশুটিকে মারতে উদ্যত হয় তখন কাঁদতে কাঁদতে শিশুটি বাধ্য হয় মাদ্রাসায় ফিরে যাওয়া নিয়ে তার ভয়ের আসল কারন পরিবারের সামনে তুলে ধরতে। এরপরে গণমাধ্যমের কাছে ঘটনার বর্ণনা করতে গিয়ে বারবার কাঁদছিলো শিশুটি। শিশুটির সাথে সাথে এসময় চোখ থেকে অশ্রু ঝড়তে দেখে যায় শিশুটির বাবা মো: সোনাহার আলীর চোখেও।
এসময় চোখেমুখে চরম ক্ষোভ নিয়ে তিনি বলেন, ইসলাম ও দ্বিনের আলোয় আলোকিত করতে শিশু বাচ্চাকে দিয়েছিলাম আমানত হিসেবে মাদ্রাসার হুজুরের কাছে। তিনি আমার নাবালক শিশুটির সাথে এমন অমানুষিক কাজ কিকরে করতে পারলো। আর যেন কোন শিশুর কপালে এমন দুর্ভোগ না ঘটে, আমি তাই দোষী শিক্ষক মাহেআলমের দৃষ্ঠান্তমূলক শাস্তি চাই।
একই সাথে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আর যেন কেউ এ ধরনের কর্মকান্ড করতে সাহস না পায়, সেজন্য দোষী মাদ্রাসা শিক্ষকের উপযুক্ত বিচার চান এলাকাসীরাও।
অপরদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওর মাধ্যমে জানা যায়, ঘটনা জানাজানি হওয়ার আগেই সেটি ধামাচাপা দিতে গভীর রাতে মিমাংসার চেষ্টা চালান স্থানীয় মাতব্বররা। এমনকি বিষয়টি নিয়ে ভুক্তভোগী পরিবারটিকে বাড়াবাড়ি না করার বিষয়ে হুমকি দেওয়া হচ্ছে স্থানীয় প্রভাবশালীদের পক্ষ থেকে বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মাহবুব হুসাইন ওরফে মাহেআলমের কাছে জানতে চাইলে তিনি নিজেকে নির্দোষ ও চক্রান্তের শিকার বলে উল্ল্যেখ করেন।
এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম এর কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে, তিনি প্রথমে বিষযটি জানেন না, এবং পরে কিভাবে মিমাংসা করা যায় তার উপায় খোঁজেন খোঁদ গণমাধ্যম কর্মীদের কাছেই।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.