নিঃশব্দ ভালোবাসা
আসাদুজ্জামান খান মুকুল
মনের গভীরে জমে থাকা এক ছবি,
যার রঙ কেবল চোখের জলে ধুয়ে যায়।
সুখের খাতা কখনো খোলে না তার নামে,
শুধু নিঃশ্বাসে বাজে এক চাপা কষ্টের কাহিনী।
চোখের দৃষ্টিতে হাসে সমাজ,
অবজ্ঞায় ছোট করে বড় অনুভব।
অভিভাবকের কঠোর শাসনে পুড়ে যায়-
স্বপ্নের গড়া রাজপ্রাসাদ!
কৈশোরের খেলায় যে টান জাগে,
কোথায় সে প্রেমের শুরু হয়,
থেকে যায় অজানা।
বুকের ভেতরে কথা উঠে,
কিন্তু ঠোঁট অবধি আসেনি তারা।
একদিন সেই প্রেম অন্য কারো হয়,
তবু থেকে যায় কিছু কান্নার ক্ষত!
নামহীন, রূপহীন, অভিমানী সে ভালোবাসা –
শুধু অন্তরে বাজে খুবই নিঃশব্দে
স্মৃতিরা এখন মাঝেমাঝে ফিরে আসে,
জানলার কাচে থমকে থাকে তার নিঃশব্দ ছায়া।
চোখ মেললেই বুকের ভিতরে নামে অচেনা কষ্টের ঢল,
কিছুই বলা যায় না–শুধু ভেতরটা হু হু করে কাঁদে।
গ্রাম- সাভার
পোস্ট – হেমগঞ্জ বাজার
উপজেলা – নান্দাইল
জেলা – ময়মনসিংহ
বিভাগ – ময়মনসিংহ
ফোন 01737939451