নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নারায়ণগঞ্জ নিউজ পেপার অনার্স এসোসিয়েশন।
শনিবার (২৮ জুন) এক শুভেচ্ছা বার্তায় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “নারায়ণগঞ্জ প্রেস ক্লাব এই শহরের গণমাধ্যম জগতের অন্যতম প্রভাবশালী ও ঐতিহ্যবাহী সংগঠন। এর নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে আমরা গণমাধ্যমে পেশাদারিত্ব, নৈতিকতা এবং দায়িত্বশীলতার নতুন দিগন্তের সূচনা দেখতে চাই।”
শুভেচ্ছা বার্তায় আরও বলা হয়, “সাংবাদিক সমাজ দেশের চতুর্থ স্তম্ভ। তাঁদের নির্ভীক ও স্বাধীন ভূমিকা একটি গণতান্ত্রিক সমাজ গঠনে অপরিহার্য। আমরা বিশ্বাস করি, প্রেস ক্লাবের নতুন নেতৃত্ব গণমাধ্যমের মর্যাদা রক্ষা, সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা এবং সমাজের সত্য প্রতিফলনে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।”