আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের কান্দিপাড়া গ্রামে বজ্রাঘাতে বাবা ও ছেলে নিহত হয়েছেন। রবিবার (০৬ জুলাই ২০২৫) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ওই গ্রামের মৃত আব্দুছ ছাত্তারের ছেলে মোঃ গোলাম মোস্তুফা (৪০) এবং তার শিশু পুত্র নাঈম (৮)।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে গোলাম মোস্তুফা বাড়ির পাশে নিজ বীজতলায় কাজ করছিলেন। হঠাৎ আকাশে মেঘ জমে, সঙ্গে শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি। বজ্রপাত শুরু হলে ছেলেকে নিয়ে নিরাপদ আশ্রয়ে নিতে চাইলে, পথে একটি জামগাছের নিচে আশ্রয় নেওয়ার সময় বজ্রপাত ঘটে।
চাচা মোঃ রফিকুল ইসলাম জানান, বজ্রপাত সরাসরি ওই জামগাছে পড়লে একটি ডাল ভেঙে বাবা-ছেলের ওপর পড়ে। ঘটনাস্থলেই গুরুতর আহত হন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু এর আগেই মোস্তুফা মারা যান। হাসপাতালে নেওয়ার পথে ছোট্ট নাঈমও প্রাণ হারায়।
আরও পড়ুনঃ চিকিৎসার অভাবে মৃত্যুর প্রহর গুনছে কাঠমিস্ত্রী জামাল, সে বাঁচতে চায়
পরিবার সূত্রে জানা যায়, মোস্তুফা প্রায় ৮ বছর সৌদি আরব প্রবাসে ছিলেন। মাত্র ৪ মাস আগে দেশে ফিরে আসেন এবং ফের প্রবাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তার এমন করুণ মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত মোস্তুফার স্ত্রী শেফালি বেগম স্বামী ও সন্তান হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে কান্দিপাড়া গ্রামের পরিবেশ।
নান্দাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রাকৃতিক দুর্যোগে এভাবে প্রাণ হারানোর ঘটনায় এলাকাবাসীসহ সারা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।