বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনমঃ
কবি এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী’র ৬৫তম জন্মবার্ষিকী ১৭ জুলাই বৃহস্পতিবার পাঁচবিবিতে ভিজিএফের চাল বিতরণ সরাইলে ময়না হত্যা মামলায় ইমাম ও মোয়াজ্জিম কে রিমান্ডে অতিবৃষ্টির ফলে ৫০টি পরিবার পানিবন্ধি হওয়ায় ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা দিরাইয়ে ছাত্রছাত্রীদের অংশগ্রহনে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন বীরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে দুই প্রতিষ্টানকে অর্থদন্ড কুড়িগ্রামে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নব গঠিত কমিটির উদ্যোগে ফল উৎসব পানছড়িতে লোগাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত আদালতের ২০০৮ সালের রায়কে পুঁজি করে ১৭ বছর ধরে পদ্মায় অবৈধ বালু উত্তোলন, রূপপুর প্রকল্প, হার্ডিং ও লালন শাহ সেতু চরম ঝুঁকিতে বিমূঢ় দুটি মুখ “ —- হিলারী হিটলার আভী মায়ের হাসি- সাঈদুর রহমান লিটন যুদ্ধ তোমাকে কি দিবে- জাহাঙ্গীর চৌধুরী সন্ধ্যারেখা – নবাব শাহজাদা বর্ষার অলিখিত প্রেম- আসাদুজ্জামান খান মুকুল গজারিয়ায় অবৈধ চুনা কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষের লক্ষ্মীপুরে ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান মধুপুরে বৃক্ষমেলা উদ্বোধনের মধ্য দিয়ে ২দিনে  ৮০হাজার অবৈধ গাছ ধংস  ক্যান্সার আক্রান্ত মেয়েকে বাঁচাতে পঙ্গু বাবার আর্তনাদ. খাগড়াছড়ি পাজেপ এর সদস্য থেকে চেয়ারম্যানের দায়িত্বে শেফালিকা ত্রিপুরা কুমিল্লায় বুড়িচং মোকাম বড় বাড়ীর রাস্তা বন্ধ করে জনচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

নান্দাইলে বজ্রাঘাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
পাবলিশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের কান্দিপাড়া গ্রামে বজ্রাঘাতে বাবা ও ছেলে নিহত হয়েছেন। রবিবার (০৬ জুলাই ২০২৫) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ওই গ্রামের মৃত আব্দুছ ছাত্তারের ছেলে মোঃ গোলাম মোস্তুফা (৪০) এবং তার শিশু পুত্র নাঈম (৮)।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে গোলাম মোস্তুফা বাড়ির পাশে নিজ বীজতলায় কাজ করছিলেন। হঠাৎ আকাশে মেঘ জমে, সঙ্গে শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি। বজ্রপাত শুরু হলে ছেলেকে নিয়ে নিরাপদ আশ্রয়ে নিতে চাইলে, পথে একটি জামগাছের নিচে আশ্রয় নেওয়ার সময় বজ্রপাত ঘটে।

চাচা মোঃ রফিকুল ইসলাম জানান, বজ্রপাত সরাসরি ওই জামগাছে পড়লে একটি ডাল ভেঙে বাবা-ছেলের ওপর পড়ে। ঘটনাস্থলেই গুরুতর আহত হন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু এর আগেই মোস্তুফা মারা যান। হাসপাতালে নেওয়ার পথে ছোট্ট নাঈমও প্রাণ হারায়।

আরও পড়ুনঃ চিকিৎসার অভাবে মৃত্যুর প্রহর গুনছে কাঠমিস্ত্রী জামাল, সে বাঁচতে চায়

পরিবার সূত্রে জানা যায়, মোস্তুফা প্রায় ৮ বছর সৌদি আরব প্রবাসে ছিলেন। মাত্র ৪ মাস আগে দেশে ফিরে আসেন এবং ফের প্রবাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তার এমন করুণ মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত মোস্তুফার স্ত্রী শেফালি বেগম স্বামী ও সন্তান হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে কান্দিপাড়া গ্রামের পরিবেশ।

নান্দাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রাকৃতিক দুর্যোগে এভাবে প্রাণ হারানোর ঘটনায় এলাকাবাসীসহ সারা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এই বিভাগের আরও খবর