নাটোর প্রতিনিধিঃ
নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের বাগরোম বাজার কমিটির নির্বাচন এক ব্যতিক্রমী উদ্যোগ নেয় বাজারের ব্যবসায়ীরা।
ভোট সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ রক্ষায় প্রশাসন অনেক ভালো ভূমিকা রেখেছেন বলে ব্যবসায়ীরা বলেছে।
ভোট শেষে নির্বাচিত হন:
সভাপতি হিসেবে বিজয়ী হয়েছেন
সভাপতি
মাওলানা মোঃ ইব্রাহিম খলিল ।
ভোট, ৭৮ , নিকটতম প্রতিদ্বন্দ্বী ৩১
সেক্রেটারি
জনাব জিয়াউর রহমান।
ভোট,৮৭ নিকটতম প্রতিদ্বন্দ্বী ২৩
সাংগঠনিক সম্পাদক
জনাব আলমগীর হোসেন
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এতে বাজারের সকল ব্যবসায়ীরা খুব আনন্দিত এবং কাধে-কাধ মিলিয়ে কাজ করার আশা ব্যক্ত করছে।