শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনমঃ
নেত্রকোনা জেলা জজ কোর্টে আইন ছাত্র ফোরাম পরিচিতি সবা অনুষ্ঠিত হয় ময়মনসিংহে বিটিভির নতুন কুঁড়ি-২০২৫ প্রচার কৌশল সভা অনুষ্ঠিত গাবতলীতে সাংবাদিকদের সাথে জামায়াত এমপি প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময় নোয়াখালী বিএনপির আহবায়ক আলো ও সদস্য সচিব আজাদ এর বিরুদ্ধে মিছিল সেনবাগে বিএনপির বিজয় মিছিলে হামলা, যৌথ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ ৩১ দফা বিতরণ করতে রৌমারীতে রাজিবপুর উপজেলার বি এন পির আহ্বায়ক অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান বদলগাছীতে সরকারি রাস্তার প্রবেশ মুখে বাঁশের বেড়া, চরম ভোগান্তিতে এলাকাবাসী মনের আশা পূরণ করি- এম এ রউফ ২১ হাজার টাকার ফেনসিডিল ও মোটর সাইকেলসহ আটক ১ বদলগাছী বিনিময় সম্পত্তি জবরদখলের হুমকি অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ! চাঁপাইনবাবগঞ্জে গোলাম জাকারিয়ার গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ নাসিরনগরে ব্রীজ নয়,যেন মরণ ফাঁদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপ ফি বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহ কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের উদোগে ঈদে মিলাদুন নবী উদযাপন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সকল প্রার্থীদের তালিকা  এনওয়াইপিডির ডেপুটি ইন্সপেক্টর পদোন্নতিতে কারাম চৌধুরীকে সংবর্ধনা জানিয়েছে “জীবন” গোমস্তাপুরে ফেক আইডি ও তার অনুসারীর বিরুদ্ধে অভিযোগ করায় সাংবাদিকের নামে মিথ্যা এজাহার মনিরুলের শাস্তির দাবি সাংবাদিক সমাজের একজন দায়িত্বশীল ব্যক্তির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কর্তব্যনিষ্ঠা, জ্ঞান ও দক্ষতা থাকা, আল্লাহভীরুতা ও সততা বজায় রাখা, পরিশ্রমী ও কর্মঠ হওয়া, রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৫ সরকারি নির্দেশনা উপেক্ষা করে কুয়াকাটা ভ্রমণে মান্দা উপজেলা শিক্ষা কর্মকর্তা!

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা সম্পন্ন

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটারঃ
পাবলিশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটারঃ

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি) এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে সিলেট বিভাগের সকল বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে জুনিয়র আইইউপিসি (আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা) অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দিনব্যাপী এ প্রতিযোগিতা এনইইউবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এতে সিলেট বিভাগের ৭টি বিশ্ববিদ্যালয় ও ২টি কলেজের ২৫ টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, লিডিং ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি। কলেজ দুটি ছিল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ও হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট।

সকাল সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতার উদ্বোধন করেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক প্রকৌশলী ড. মোহাম্মদ ইকবাল। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনইইউবি’র সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ও প্রোগ্রামিং প্রতিযোগিতার আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. আরিফ আহমদ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা সহযোগী অধ্যাপক রথীন্দ্র চন্দ্র গোপ, সহকারি অধ্যাপক শাহাদাৎ হোসেন পারভেজ সহ কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অন্যান্য শিক্ষকগণ। এই প্রতিযোগিতার সার্বিক সহায়তায় ছিলো এনইইউবি সিএসই সোসাইটি।

তিন ঘণ্টা ব্যাপি এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সাস্ট হেডলক (SUST_Headlock ) দল, রানার্স আপ হয়েছে লিডিং ইউনিভার্সিটির এলইউ বিলিভার্স (LU_Believers) দল।

আরও পড়ুনঃ আমি ফুল নেই না’, ইউএনওর ফুল নিতে অস্বীকৃতি জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

বিকাল তিনটায় এই প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান এনইইউবি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনইইউবি’র সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ও প্রোগ্রামিং প্রতিযোগিতার আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. আরিফ আহমদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক প্রকৌশলী ড. মোহাম্মদ ইকবাল। অতিথিরা বিজয়ী দলগুলোর হাতে পুরষ্কার তুলে দেন।

প্রধান অতিথির বক্ত্যব্যে অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী প্রতিযোগী শিক্ষার্থীসহ সকলের উদ্দেশ্যে বলেন, বিজ্ঞানের অগ্রযাত্রার অভূতপূর্ব এই সময়ে অত্যাধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে হবে। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সর্ম্পকে আমাদের যেমন জানতে হবে তেমনি এ বিষয়ে উচ্চ শিক্ষা গ্রহনেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক প্রকৌশলী ড. মোহাম্মদ ইকবাল বলেন, শিক্ষার্থীদের প্রোগ্রামিং এ দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে এই প্রতিযোগিতা একটি সময়োপযোগী আয়োজন। এধরণের আয়োজনের মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীরা আগামী দিনের নতুন নতুন উদ্ভাবনে আগ্রহী হয়ে উঠবে। তিনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল বিশ্ববিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষ এবং অংশগ্রহণকারীদের প্রতি অভিনন্দন জানান ।


এই বিভাগের আরও খবর