তালাত মাহামুদ নরসিংদীর প্রতিনিধিঃ
নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকার । আলোচিত শীর্ষ মাদক ব্যবসায়ী সম্রাট সবুজ ওরফে ‘ইয়াবা সবুজ’কে আজ (শনিবার) বিকেল ৫টায় তার নিজ বাসা থেকে বিপুল পরিমাণ ইয়াবা সহ গ্রেপ্তার করেছে । নরসিংদীর গোয়েন্দা পুলিশ আইন- শৃঙ্খলা বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শত শত কোটি টাকার মালিক এই ইয়াবা সবুজ দীর্ঘদিন ধরে মাদক, অস্ত্র ও সন্ত্রাসের গডফাদার হিসেবে পরিচিত ছিল। আওয়ামী লীগ সরকারের সময়কালেই তার উত্থান ঘটে এবং বিভিন্ন মহলে সে ছিল অর্থদাতা ও প্রভাবশালী ব্যক্তিত্ব।
আরও পড়ুনঃ নরসিংদীতে চাঁদাবাজির বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারিদের মশাল মিছিল
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও অবৈধ সম্পদের কাগজপত্র জব্দ করা হয়েছে বলে জানা গেছে।
ইয়াবা সবুজের বিরুদ্ধে একাধিক মাদক ও অস্ত্র আইনে মামলা রয়েছে। তার গ্রেপ্তারের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। আইন-শৃঙ্খলা বাহিনীর এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।