বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনমঃ
অতিবৃষ্টির ফলে ৫০টি পরিবার পানিবন্ধি হওয়ায় ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা দিরাইয়ে ছাত্রছাত্রীদের অংশগ্রহনে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন বীরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে দুই প্রতিষ্টানকে অর্থদন্ড কুড়িগ্রামে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নব গঠিত কমিটির উদ্যোগে ফল উৎসব পানছড়িতে লোগাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত আদালতের ২০০৮ সালের রায়কে পুঁজি করে ১৭ বছর ধরে পদ্মায় অবৈধ বালু উত্তোলন, রূপপুর প্রকল্প, হার্ডিং ও লালন শাহ সেতু চরম ঝুঁকিতে বিমূঢ় দুটি মুখ “ —- হিলারী হিটলার আভী মায়ের হাসি- সাঈদুর রহমান লিটন যুদ্ধ তোমাকে কি দিবে- জাহাঙ্গীর চৌধুরী সন্ধ্যারেখা – নবাব শাহজাদা বর্ষার অলিখিত প্রেম- আসাদুজ্জামান খান মুকুল গজারিয়ায় অবৈধ চুনা কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষের লক্ষ্মীপুরে ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান মধুপুরে বৃক্ষমেলা উদ্বোধনের মধ্য দিয়ে ২দিনে  ৮০হাজার অবৈধ গাছ ধংস  ক্যান্সার আক্রান্ত মেয়েকে বাঁচাতে পঙ্গু বাবার আর্তনাদ. খাগড়াছড়ি পাজেপ এর সদস্য থেকে চেয়ারম্যানের দায়িত্বে শেফালিকা ত্রিপুরা কুমিল্লায় বুড়িচং মোকাম বড় বাড়ীর রাস্তা বন্ধ করে জনচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মহালছড়িতে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব কর্তৃক দুর্গাপুর উপজেলায় পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণা ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন জলাবদ্ধতা নিরাসনে সরজমিনে পরিদর্শন করেন

নব জাতীয়করন কৃত প্রাথমিক শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা বরাবর আবেদন

নিজস্ব প্রতিনিধিঃ 
পাবলিশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশ নব জাতীয়করন কৃত প্রাথমিক শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা বরাবর আবেদন করেন।মহা সমাবেশর মাধ্যমে জাতীয় করন কৃত গেজেট হতে বঞ্চিত ৫০০১ (পাঁচ হাজার এক) শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে গেজেট প্রদান।

এস এম সি কর্তৃক নিয়োগ প্রাপ্ত ১০৪০০০ ( এক লক্ষ চার হাজার) শিক্ষক কে নীতিমালার আলোকে ৫০% বয়স যুক্ত করে চাকুরিকাল গননা করা। ও ৫৯৬০ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কে জাতীয় করণ ঘোষণা।
মহাসমাবেশের উদ্দেশে-ঃ

১ । প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন,
২। রাজনৈতিক প্লাটফর্ম তৈরির মাধ্যমে গ্রামীণ অব কাঠামো উন্নয়ন।
মহাসমাবেশের লক্ষ্য ঃ
প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বৈষম্য দূরীকরণ করতে
১। প্রাথমিক শিক্ষা ব্যবিস্থার শক্তিশালী ভিত্তি স্থাপন করা।
২। প্রাথমিক শিক্ষার ছাত্র- ছত্রীদের মেধার বিকাশ ঘটানো।
শিক্ষকরা দাবি করেন বাংলাদেশ নব জাতীয় করণ কৃত শিক্ষক ঐক্যজোটের নেতৃতে প্রধান উপদেষ্টার দেওয়া নির্ধারিত তারিখে দেশের বৈষম্যের স্বীকার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে একটি মহাসমাবেশের বিদ্যালয় গুলো জাতিয় করণ করা ও সকল শিক্ষকদের বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মহাসমাবেশ করা

আরও পড়ুনঃ খুলশীতে পাহাড় কেটে স্থাপনা নির্মাণের সময় অভিযান, ৩ শ্রমিক আটক : ভূমি মালিকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ

তারা আরও বলেন, বাংলাদেশের ৮৭০০০ গেজেট ভুক্ত গ্রাম রয়েছে, কিন্তু গেজেট প্রজ্ঞাপন নীতিমালার আলোকে প্রতিটি গ্রামে একটি করে বিদ্যালয় স্থাপনের কথা রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে সারা বাংলাদেশের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৬৬৬১ টি রয়েছে।

বস্তুত বৈষম্য বিরোধী দেশ পুনর্গঠনের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা হচ্ছে মুল স্তম্ভ। কিন্তু গ্রাম ও জনসংখ্যার দিকে তাকালে (৮৭০০০- ৬৬২৭০) = ২৭৩০ টি প্রাথমিক বিদ্যালয় পর্যায়ক্রমে জাতীয় করণ করা প্রয়োজন।

প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সরদার কেরামত আলী মন্ত্রণালয় ১ ( প্রাঃ শিঃ অ/৫ আর বিদ্যা ) ২ নীতিমালা ২০১২/ ১৮০।
তারিখ ২৬ অক্টোবর ২০১৪ ইং (২ প্রাঃ শিঃ আ/৬ আর বিদ্যা ) ২ নীতিমালা ২০১২/২৪৭
তারিখ ২৯ জানুয়ারি ২০১৫ ইং স্মারক অনুযায়ী ( ৫৭৭+২১১৮+১৪৬৪= ৪১৫৯ টি)

অধিদপ্তরের , এম আই, এস কোড ভুক্ত ৮০১+ শহীদ বুদ্ধিজীবীদের নামের স্মরণে ১০০০= যেটি (৪১৫৯+৮০১+১০০০)= ৫৯৫০ টি বেঃ প্রাঃ বিদ্যালয় পর্যায় ক্রমে জাতীয় করণ করা প্রয়োজন বল দাবি করেন।
৫০০১ জন শিক্ষক কে প্রধান শিক্ষক পদে পুনরায় গেজেট প্রদান।
জাতীয়করণ কৃত এসএমসি কতৃক নিয়োগ প্রাপ্ত শিক্ষক কে নীতিমালার আলকে ৫০% যুক্ত করে চাকরি কাল গনণা করে এস এম সি কতৃক নিয়োগ প্রাপ্ত হতে পেনশন প্রদান করা।
মোট পাচঁটি দাবী মহা সমাবেশের মাধ্যমে ঘোষণা করার জন্য সংগঠনের নেতৃবৃন্দ জোর দাবী জানান।


এই বিভাগের আরও খবর