রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনমঃ
এনসিপি ইনসাফের ভিত্তিতে দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায় ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো

নদী ভাঙন রোধে মানবিক উদ্যোগে এডভোকেট এম হেলাল উদ্দিন: আন্ধারমানিক থেকে চর আবুপুর পর্যন্ত সচেতনতামূলক কর্মসূচিতে সরব অংশগ্রহণ

রিপোর্টার নাম
পাবলিশ: শনিবার, ২৮ জুন, ২০২৫
নদী ভাঙন রোধে মানবিক উদ্যোগে এডভোকেট এম হেলাল উদ্দিন: আন্ধারমানিক থেকে চর আবুপুর পর্যন্ত সচেতনতামূলক কর্মসূচিতে সরব অংশগ্রহণ

মেহেন্দিগঞ্জে প্রতিনিধি:

বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের নদীভাঙন কবলিত এলাকাগুলোর মানুষের দীর্ঘদিনের বঞ্চনা আর অবহেলার চিত্র বদলে দিতে এবার মাঠে সরব হয়েছেন মানবিক নেতা এডভোকেট এম হেলাল উদ্দিন।

২৮ জুন রোজ শুক্রবার নদীভাঙন রোধে জনগণকে সঙ্গে নিয়ে সচেতনতা বাড়াতে এবং কার্যকর পদক্ষেপ নিতে তিনি একদিনে অংশ নেন একাধিক মানববন্ধন ও মতবিনিময় কর্মসূচিতে। তার এই উদ্যোগ ইতিমধ্যেই স্থানীয়দের মনে নতুন করে আশা জাগিয়েছে।

আন্ধারমানিক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে নদীভাঙন রোধে মানববন্ধন:

মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে নদী ভাঙনের কারণে বছরের পর বছর ধরে শতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে এলাকাবাসীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে সেখানে আয়োজিত মানববন্ধনে অংশ নেন এডভোকেট হেলাল উদ্দিন।

আরও পড়ুনঃ *সুলাইমান (আ.) ও দাউদ (আ.):* *তাঁদের ফয়সালায় রয়েছে উজ্জ্বল আদর্শ*

তিনি বলেন,

এই অঞ্চলের মানুষ শুধু বসতভিটা হারায়নি, হারিয়েছে আত্মবিশ্বাস। আমি কথা দিচ্ছি, রাজনৈতিক দল নির্বিশেষে নদী শাসনের দাবিতে আমরা একসঙ্গে আন্দোলন করব।”

মেমনিয়া চিড়াখোলা মহিলা মাদ্রাসা পরিদর্শন ও তবারক গ্রহণ

হিজলা উপজেলার মেমনিয়া চিড়াখোলা এলাকায় অবস্থিত একটি মহিলা মাদ্রাসা পরিদর্শন করেন এডভোকেট হেলাল উদ্দিন। সেখানে তিনি শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং দুপুরের তবারকে অংশগ্রহণ করেন।

স্থানীয়রা জানান, এটি ছিল কোনো রাজনৈতিক কর্মসূচি নয় বরং একজন সমাজকর্মীর আন্তরিক আগ্রহ থেকে আসা একটি মানবিক সফর। শিক্ষকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন,

নারী শিক্ষা এগিয়ে না গেলে সমাজ এগোবে না। আমি এই মাদ্রাসার উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিচ্ছি।”

 

হরিনাথপুর ইউনিয়নের চর আবুপুরে নদী ভাঙন রোধে মতবিনিময় ও মানববন্ধন

পরবর্তী গন্তব্য ছিল হরিনাথপুর ইউনিয়নের চর আবুপুর এলাকা, যেখানে নদীভাঙনের ভয়াবহতা এখন চরমে। এডভোকেট হেলাল উদ্দিন এখানে এক মতবিনিময় সভা ও মানববন্ধনে অংশ নেন। স্থানীয়দের আহ্বানে সাড়া দিয়ে তিনি বলেন,

সরকার যদি ব্যর্থ হয়, তাহলে আমরা জনগণ একসঙ্গে ঘুরে দাঁড়াব। টেকসই নদী শাসনের জন্য আমি জাতীয় পর্যায়ে দরকার হলে আন্দোলন করব।”

 

এসময় নদী শাসন, প্রতিরক্ষা বাঁধ ও নদী ভাঙনপ্রবণ এলাকাগুলোর জরুরি তালিকা প্রণয়ন নিয়ে উপস্থিত জনগণের সঙ্গে বিশদ আলোচনা হয়।

একদিনে তিনটি ভিন্ন কর্মসূচিতে সরাসরি উপস্থিতি প্রমাণ করে দেয়, এডভোকেট হেলাল উদ্দিন কেবল কথার নেতা নন—তিনি মাঠের মানুষ, মানুষের প্রতিনিধি। তাঁর এই আন্তরিকতা এবং কর্মতৎপরতা রাজনৈতিক প্রেক্ষাপটের বাইরে গিয়ে মানবিকতা ও দায়িত্বশীলতার অনন্য উদাহরণ।

বরিশাল-৪ আসনের নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে এডভোকেট এম হেলাল উদ্দিন এখন আশার প্রতীক। সচেতনতা, পরিকল্পনা এবং প্রতিশ্রুতির মিশেলে তিনি যেমন জনগণের হৃদয় জয় করছেন, তেমনি ভবিষ্যতের জন্য গড়ছেন একটি টেকসই আন্দোলনের ভিত্তি।


এই বিভাগের আরও খবর