মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটারঃ
দিনাজপুরের বীরগঞ্জের দরিদ্র দিনমজুর দম্পতি বাবা মো. সইমুদ্দিন ও মা মোছা. তহমিনা বেগম। তাদের বড় ছেলে মো.তমিজ উদ্দিন ছোটবেলা থেকেই ছিলেন মেধাবী। ২০১৩ সালে বিজ্ঞান বিভাগ থেকে পেয়েছিলেন গোল্ডেন এ+ ও বৃত্তি।কিন্তু অভাবের যন্ত্রণা তাকে সবসময় তাড়া করেছে।
টিউশন ফি না দিতে পারায় কলেজে বিভাগ পরিবর্তন করতে হয়, শুরু হয় সংগ্রামের এক নতুন অধ্যায়।ঢাকায় এসে গার্মেন্টসে কাজ করতে করতে পড়াশোনা চালিয়ে যান। তারপর একদিন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জায়গা করে নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
আরও পড়ুনঃ ভোলাহাটে নির্যাতিত এক নারী! ঘুরছে দ্বারে দ্বারে! পাচ্ছে না ন্যায্য বিচার!
আজ সেই দিনমজুরের ছেলে— একজন গর্বিত বিসিএস ক্যাডার! “অভাব মানুষকে থামাতে পারে না।” তারই উজ্জ্বল দৃষ্টান্ত তমিজ উদ্দিন।