বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
Headline :
রামুতে বিজিবির অভিযানে ৭২ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গজারিয়ায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ। সিলেট প্রেসক্লাবে ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই’র সম্মানে এমজেএম গ্রুপের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত ডেকোরেশন ব্যবসা নাকি সীমান্তে মাদক বহন—অভিনব কায়দায় ইয়াবা কারবারির নতুন নাটক রাজবাড়ী-২ আসনে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বিএনপি প্রার্থী হারুনের সহধর্মিণী হাদীস সংকলন ও সংরক্ষণের ইতিহাস রংপুর সদরে আদালতের রায় অমান্য করে মসজিদের জমিতে ঘর নির্মাণের অভিযোগ ঐতিহ্যবাহী ফেকামারা কামিল মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬: গাইবান্ধায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত মো. নওয়াব আলী প্রধান

দক্ষিণ কেরাণীগঞ্জে ইউপি মেম্বারের নেতৃত্বে হামলা ও লুটপাটের অভিযোগ, সিআর মামলা—৭ নং আসামি নিখোঁজ

Reporter Name / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

ঢাকা (কেরাণীগঞ্জ) প্রতিনিধি:

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে এক নারী ব্যবসায়ী ও তার পরিবারের ওপর সংঘবদ্ধ হামলা, দোকান ভাঙচুর, মারধর, হত্যাচেষ্টা এবং বিপুল পরিমাণ অর্থ ও মালামাল লুটের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ সাতজনের বিরুদ্ধে আদালতে সিআর মামলা দায়ের করা হয়েছে। তবে মামলার ৭ নং আসামি ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলাটি দায়ের করেন রাশিদা বেগম (৪৪), স্বামী মোঃ জাকির হোসেন। তিনি দক্ষিণ কেরাণীগঞ্জ থানার খেজুরবাগ, সাতপাখি এলাকার বাসিন্দা এবং “রাশিদা ইলেকট্রিক অ্যান্ড হার্ডওয়্যার স্টোর”-এর স্বত্বাধিকারী। মামলাটি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, দক্ষিণ কেরাণীগঞ্জ আমলী, ঢাকা-তে ২০২৪ সালে দায়ের করা হয়।

এজাহারে উল্লেখ করা হয়, রাশিদা বেগম তার স্বামীর কাছ থেকে হেবা ঘোষণাপত্র দলিল (নং–৪২০৮, তারিখ ০২/০৬/২০২১) মূলে উক্ত জমির মালিক হন। নামজারি ও নিয়মিত খাজনা পরিশোধসহ বৈধভাবে ভোগদখলে থাকা অবস্থায় তিনি সেখানে দোকান ও বসতঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

অভিযোগ অনুযায়ী, ৩০ জানুয়ারি ২০২৪ দুপুরে দোকানের একটি অংশ মেরামতের কাজ চলাকালে অভিযুক্তরা বাধা প্রদান করে। অভিযোগে বলা হয়, শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের ওয়ার্ড নং–৬ এর ইউপি সদস্য আজিজুল হক (৫৫)-এর নেতৃত্বে অন্য আসামিরা ঘটনাস্থলে এসে মিস্ত্রিকে মারধর করে কাজ বন্ধ করে দেয়।

বাদিনী ও তার স্বামী বাধা দিলে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে লাঠি, রড ও হাতুড়ি দিয়ে তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে মোঃ জাকির হোসেনকে হত্যার উদ্দেশ্যে মাথায় রড দিয়ে আঘাত করা হয়, এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

মামলার অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা দোকানে ঢুকে ব্যাপক ভাঙচুর চালিয়ে প্রায় ৫০ হাজার টাকার ইলেকট্রিক ও হার্ডওয়্যার সামগ্রী লুট করে। একই সঙ্গে ক্যাশবাক্স থেকে—

বিকাশের নগদ টাকা ২ লক্ষ টাকা,

৫০০ টাকার নোটে ২ লক্ষ ৫০ হাজার টাকা,

১০০ টাকার নোটে ৫ হাজার টাকা,

মোট প্রায় ৪ লক্ষ ৫৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

এছাড়া বাদিনীর দুই পুত্র ঘটনাস্থলে এলে তাদেরকেও মারধর করা হয় এবং একটি রিয়েলমি (Realme) অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

গুরুতর আহত অবস্থায় মোঃ জাকির হোসেনকে সরকারি মিডফোর্ড হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসক তার চিকিৎসা সনদে Physical Assault উল্লেখ করেন।

বাদিনী আরও অভিযোগ করেন, ঘটনার পর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণে গড়িমসি করে। উপায় না পেয়ে তিনি আদালতের শরণাপন্ন হন।

মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৪৪৭/৪৪৮/৫০৬ ধারায় অভিযোগ গ্রহণের আবেদন জানানো হয়েছে।

রাশিদা বেগম বলেন,
“আমি একজন নারী ব্যবসায়ী। সম্পূর্ণ বৈধভাবে আমার নিজস্ব সম্পত্তিতে ব্যবসা পরিচালনা করছি। কিন্তু প্রভাবশালী ইউপি সদস্যের নেতৃত্বে আমার পরিবারকে হত্যাচেষ্টা ও সর্বস্ব লুট করা হয়েছে। আমি ন্যায়বিচার চাই।”

বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে বিষয়টি পর্যালোচনায় রেখেছেন। মামলার ৭ নং আসামি ঘটনার পর থেকে নিখোঁজ থাকায় তাকে গ্রেপ্তারের বিষয়টি নিয়েও আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন বাদী। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category