সাইফুল খান, বিশেষ প্রতিনিধিঃ
থেমে নেই যন্ত্রাংশ আমদানি নিয়ন্ত্রণহীন অটোরিকসায় সয়লাব মোহাম্মদপুর বসিলা এলাকা । ব্যাটারি চালিত তিন চাকার যান রিক্সা। এই যানটি এখন ঢাকা সহ মোহাম্মদপুর বসিলা শহরের গলার কাটা।
রাস্তায় বের হলেই পায়ে পায়ে অটোরিকশায় মোটর লাগিয়ে হওয়ার গতিতে দাপিয়ে বেড়াচ্ছে মোহাম্মদপুর বসিলা সহ রাজধানীর প্রধান প্রধান সড়ক গুলিতে। ঝুঁকিপূর্ণ এই যানের নিয়ন্ত্রণহীন বিচারনে প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
আরও পড়ুনঃ নরসিংদীর মনোহরদী জনসাধারণ ও কৃষকে বাচিয়ে রাখতে ফিরোজা ফিলিং স্টেশন টিকিয়ে রাখতে হবে
ট্রাফিক পুলিশ থেকে সরকার সবাই যেন অসহায় এই অটো রিক্সাচালকদের কাছে। বিশিষ্টজনেরা বলেছেন ব্যাটারি চলিতএইসব অটো রিক্সার যন্ত্রাংশ আমদানি ও উৎপাদন বন্ধ করা না গেলে দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়।