আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
তিতাস গ্যাসের ময়মনসিংহ কার্যালয়ের ম্যানেজার কবির হোসেনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে বিচারের দাবি জানিয়েছেন এক ভুক্তভোগী। মঙ্গলবার (২৪ জুন ২০২৫) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন নগরীর বাসিন্দা রমজান আলী খন্দকার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, আবাসিক গ্যাস সংযোগ পুনরায় চালুর বিষয়ে এক গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার জেরে ক্ষুব্ধ হন তিতাস গ্যাসের ম্যানেজার কবির হোসেন। এরপর তাঁর বৈধ গ্যাস সংযোগটি কোনো পূর্বনোটিশ ছাড়াই বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
রমজান আলীর দাবি, বিষয়টি জানতে চাইলে কবির হোসেন সাফ জানিয়ে দেন—আর কোনোভাবেই সংযোগ দেওয়া হবে না। বরং পুনরায় গ্যাস সংযোগ পেতে হলে তাঁকে দুই লক্ষ টাকা ঘুষ দিতে হবে।
এ ধরনের অন্যায় ও দুর্নীতির বিচার দাবি করে ভুক্তভোগী পরিবার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।