বিশেষ প্রতিনিধি,বগুড়াঃ
বগুড়ার গাবতলী উপজেলার দূর্গাহাটার হাতিবান্ধা গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের মাঝে তারেক রাহমানের নির্দেশে আর্থিক অনুদান ও খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে।
গতকাল রবিবার বিকেলে আর্থিক অনুদান ও খাদ্যদ্রব্য বিতরণ করেন বগুড়া জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌরভার সাবেক মেয়র সাইফুল ইসলাম।
আরও পড়ুনঃ দুর্নীতি প্রতিরোধ ফাউন্ডেশন এর সারাদেশে কমিটি গঠন চলছে
এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন গাবতলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল হোসেন মোল্বা, গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, বিএনপি নেতা শহিদুল ইসলাম, তাজুল ইসলাম, রব্বানী, নুরুল্লাহ,শফিকুল, ডা. জনাব আলী, স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম, মজনু মিয়া প্রমুখ।