আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০-২৫ জন। রবিবার (২২ জুন ২০২৫) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাগুন্দা এলাকায় ময়মনসিংহ-শেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস বাগুন্দা এলাকায় পৌঁছালে একটি পিকআপ ও অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশা, কর্ভাড ভ্যান ও লরির সঙ্গে একাধিকবার ধাক্কা লাগে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আহত হন কমপক্ষে ২৫ জন যাত্রী।
আরও পড়ুনঃ আমাকে আটক বলা ভুল হবে, অপহরণ করা হয়েছিল : মেঘনা আলম
খবর পেয়ে ফুলপুর ফায়ার স্টেশনের কর্মীরা এবং স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। ফুলপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ লুৎফর রহমান বলেন, “আমরা ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করেছি। আহতদের মধ্যে অনেকেই গুরুতর, তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।”
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান জানান, “এই দুর্ঘটনার পর ময়মনসিংহ-শেরপুর সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। নিহতদের নাম-পরিচয় এখনো শনাক্ত হয়নি।”
দুর্ঘটনায় আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।