ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিভিন্ন গ্রামে সম্প্রতি গাঁজার অবৈধ ব্যবসা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে উপজেলার দুর্গম ও প্রত্যন্ত এলাকাগুলোতে গাঁজার openly কেনাবেচা চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, দিনের বেলাতেই কিছু চিহ্নিত স্থানে প্রকাশ্যে গাঁজার বেচাকেনা চলে, আর রাতে তা আরও বেড়ে যায়। যুবসমাজের একটি অংশ মাদকাসক্ত হয়ে পড়ায় এলাকায় চুরি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডও বেড়ে চলেছে। ফলে অভিভাবক মহল ও সচেতন নাগরিকরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।
আরও পড়ুনঃ হাটখোলা মসজিদে আধুনিক ডিজাইনের অজুখানা নির্মাণ কাজের শুভ উদ্বোধন
এলাকাবাসীরা অভিযোগ করেছেন, প্রশাসনের কিছু সদস্য অবহেলা বা রহস্যজনক নীরবতা পালন করায় এসব অবৈধ ব্যবসা বন্ধ হচ্ছে না। অনেক সময় অভিযোগ দেওয়া হলেও কার্যকর কোনো অভিযান চোখে পড়ে না বলে জানান তারা।
স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “প্রতিদিনই আমাদের চোখের সামনে গাঁজা বিক্রি হয়। প্রতিবাদ করলে হুমকি দেওয়া হয়। এখন সন্তানদের ভবিষ্যৎ নিয়ে ভয় লাগছে।”
এ বিষয়ে তারাকান্দা থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। যেখানেই গাঁজার ব্যবসা হচ্ছে, সেখানেই অভিযান চালানো হবে। কেউ রেহাই পাবে না।”
এলাকাবাসীর দাবি, অবিলম্বে প্রশাসনের কঠোর অভিযান চালিয়ে গাঁজার এ অবৈধ ব্যবসা বন্ধ করতে হবে এবং জড়িতদের আইনের আওতায় আনতে হবে।