মোঃ মোবারক হোসেন নাদিম
স্টাফ রিপোর্টার,
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)-এর একজন লাইনম্যান বিরুদ্ধে ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, তিনি দীর্ঘদিন ধরে অবৈধ বিদ্যুৎ সংযোগ, মিটার টেম্পারিং ও বিদ্যুৎ বিল কারসাজির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন।
স্থানীয় বাসিন্দা ও অভিযোগকারী সূত্রে জানা গেছে, মোঃ ফিরোজ শেখ রাজধানীর ডেমরা ও মাতুয়াইল ও আশপাশের এলাকায় বস্তি ও বাণিজ্যিক স্থাপনায় অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে আসছিলেন। এসব সংযোগের বিনিময়ে প্রতি মাসে নেওয়া হতো মোটা অঙ্কের ঘুষ। একইসাথে, আবাসিক গ্রাহকদের মিটারে কারচুপি করে বিদ্যুৎ বিল কমিয়ে দেওয়ার নামে হাতিয়ে নিচ্ছিলেন বড় অঙ্কের টাকা।
মোঃ ফিরোজ শেখ নামে রয়েছে যাত্রাবাড়ী দুটি বহুতল ভবন, যার বর্তমান বাজারমূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা। এছাড়া ও দুটি ফ্ল্যাট, নিজ এলাকায় কয়েক একর ফসলি জমি, দুটি মোটরবাইক, দুটি মাইক্রোবাস এবং একটি বন্ধকী ফ্ল্যাটও রয়েছে। স্থানীয়দের দাবি, এসব সম্পদের কোনোটিই তাঁর বৈধ আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
তার আইডি গুলা চেক করলে সবকিছু পাওয়া যাবে। কত পরিমান ডিপিডিসি রেভিনিউ লুটপাট করেছে। সিরাজগঞ্জ ৮ তলা ভবনের ছয়তলা কমপ্লিট। বিল্ডিং এর কাজ চলমান।