পাবনা প্রতিনিধিঃ
পাবনার চাটমোহরে ট্রেনে কাটা পড়ে বন্যা খাতুন (১৭) নামের এক প্রতিবন্ধী কিশোরীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ শুক্রবার (৩০ মে) দুপুরে চাটমোহর রেলস্টেশনের এক কিলোমিটার পুর্বে জগতলা ঢালান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত খাতুন উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চকউথুলী গ্রামের মৃত. আরজান মেম্বারের মেয়ে।স্থানীয়রা জানান, আজ শুক্রবার সকালে বাড়িতে কাউকে কিছু না বলে বেড়িয়ে যায় বন্যা।
পরিবারের সদস্যরা তার খোঁজ করতে থাকে। দুপুর ১টার পরে চিলাহাটি এক্সপ্রেস চাটমোহর স্টেশন অতিক্রম করে ঢাকা অভিমুখে যাওয়ার সময় কিশোরী বন্যা জগতলা ঢালান এলাকায় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জগতলা ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফরহাদ হোসেন মানিক।